বাংলাহান্ট ডেস্ক : লাদাখ উপত্যকায় চিনকে চাপে রাখতে এবার ভারতের (India) সহযোগী হল আমেরিকা। ভারতীয় সেনাবাহিনীর শক্তিবৃদ্ধি করতে এবার আমেরিকা থেকে আসতে চলেছে ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল ‘স্ট্রাইকার’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
আমেরিকার স্ট্রাইকার পেতে চলেছে ভারত (India)
আমেরিকার স্ট্রাইকার পেলে ভারতীয় (India) সেনার অনেক সুবিধা হবে বলেই জানা যাচ্ছে। বিশেষ করে লাদাখ উপত্যকায় চিনা পিপলস লিবারেশন আর্মির মোকাবিলায় ভারতীয় (India) সেনার অনেকাংশে শক্তিবৃদ্ধি হবে। এর আগে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের ঢাল হয়ে উঠেছিল এই স্ট্রাইকার। ইউক্রেনের বরফে ঢাকা অসমতল প্রান্তরেও তরতরিয়ে চলেছে এই যুদ্ধযান। তাই লাদাখেও চিনা ফৌজের বিরুদ্ধে স্ট্রাইকার ভালোই খেল দেখাবে বলে আশা করা যাচ্ছে।
প্রয়োজন হালকা যুদ্ধযানের: চার বছর আগে, ২০২০ সালেই অবশ্য এই এলাকায় ওজনে হালকা ট্যাঙ্কের প্রয়োজন অনুভব হয়েছিল ভারতীয় (India) সেনার। সে সময় গালওয়ান উপত্যকায় চিনা হামলায় ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। তারপরেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন করতে গিয়ে হালকা ট্যাঙ্কের অভাব অনুভব করে ভারতীয় সেনা। ডিআরডিওর তৈরি করা অর্জুন, রুশ টি-৯০, টি-৭২ এর মতো ট্যাঙ্কগুলি ওজনে তুলনামূলক ভারী হওয়ায় লাদাখের পার্বত্য অঞ্চলে যুদ্ধের জন্য উপযুক্ত নয়। সে সময় তাই বাধ্য হয়েই বিএমপি-২ ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল এর উপরে ভরসা করেছিল ভারতীয় (India) সেনা, যা সেই আশির দশকে আনা হয়েছিল রাশিয়া থেকে।
আরো পড়ুন : অনুপমকে ছেড়ে ঘর বেঁধেছিলেন পরমব্রতর সঙ্গে, বছর ঘুরতেই মা হচ্ছেন পিয়া
কী বিশেষত্ব এই যুদ্ধযানের: কিন্তু লাদাখে যুদ্ধের জন্য রাশিয়ার যুদ্ধযানের বদলে আমেরিকার স্ট্রাইকার অনেক বেশি কার্যকর বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। এই মার্কিন যুদ্ধযানে রয়েছে ৫০ মিলিমিটারের এম-২ ব্রাউনিং ভারী মেশিনগান, এমকে-১৯ গ্রেনেড লঞ্চার এবং এম-২৪০ মিডিয়াম মেশিনগান। আমেরিকা এবং কানাডার যৌথ সংস্থা জেনারেল ডায়নামিক্স ল্যান্ড সিস্টেমস এই স্ট্রাইকারের প্রযুক্তি বরাবরই গোপন রাখতে চেয়েছে। বেশ কিছু দেশকে এই স্ট্রাইকার সরবরাহ করলেও এই প্রথম উত্তর আমেরিকার বাইরে যৌথ উদ্যোগে নির্মিত হবে যুদ্ধযান। দু দশক আগেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল দুই দেশের। কিন্তু তখন তা সম্ভব না হলেও এবার ট্রাম্প জমানায় ভারতে (India) আসছে স্ট্রাইকার।
আরো পড়ুন : মাত্র ৬ মাসেই শেষ “বেঙ্গল টপার” প্রোডাকশনের সিরিয়াল, চ্যানেল বদলে নতুন গল্পে এন্ট্রি নায়কের
উল্লেখ্য, তিন বছর আগেই রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিআরডিওকে হালকা ট্যাঙ্ক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘জোরাবর’ ট্যাঙ্কের পরীক্ষায় সন্তোষজনক ফলও মিলেছে। পাশাপাশি গুজরাতে এল অ্যান্ড টি এর সহযোগিতায় জোরাবরের ট্র্যাক ট্রায়ালও হয়েছে।