ভাঙল বিশেষ প্রথা! ট্রাম্পের শপথগ্রহণে আমন্ত্রিত কারা? সামনে এল লিস্ট

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র কদিন বাকী! তারপরেই মার্কিন মুলকের মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ‘লেমডাক প্রেসিডেন্ট’ জো বাইডেনকে (Joe Biden) বিপুল ভোটে হারিয়ে ট্রাম্পের ফের ক্ষমতায় ফিরে আসা যেন শুধুই সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই বিদেশনীতির অংক কষতে শুরু করে দিয়েছেন মার্কিন মুলুকের দুঁদে রাজনীতিকরা।

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথগ্রহণ

জানা গিয়েছে, এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিদেশনীতি নিয়ে প্রথা ভাঙছে। এতদিন পর্যন্ত ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক অভিষেকে অন্য কারোর যোগ দেওয়ার প্রথা না থাকলেও এইবছর ডাক পড়েছে বিশ্বনেতাদের। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে কোন কোন দেশ থেকে প্রতিনিধিরা হাজির হবেন, এখন সেই লিস্ট তৈরির কাজ চলছে।

Donald Trump Oathtaking Ceremony guest list

আমেরিকার (United States of America) হোয়াইট হাউসের তরফে আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে শত্রুদের চিনের কাছেও। বিদেশনীতির নিরিখে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পক্ষ থেকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হলেও বেজিং কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে অনুষ্ঠানে হাজির হতে পারবেন না জিনপিং। তবে, ভাইস প্রেসিডেন্ট হান জেং অথাবা বিদেশমন্ত্রী ওয়াং ই এই অনুষ্ঠানে যেতে পারেন।

আরোও পড়ুন : তৃণমূলে প্রবীণ-নবীন দ্বন্দ্ব? ‘বদল’ আনতে উদ্যোগী অভিষেক! ‘অন্য’ দাবি পুরনোদের গলায়

শেষ পর্যন্ত চিন থেকে কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তা এখনও নিশ্চিত নয়। এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেল এবং হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানের নাম রয়েছে আমন্ত্রিতদের তালিকায়। ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর মতো ক্ষমতাচ্যুতকেও ডাকা হয়েছে।

Donald Trump Oathtaking Ceremony guest list

সূত্রের খবর, ট্রাম্পের এই অভিষেক অনুষ্ঠানে ভারত (India) সরকারের তরফে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার কাছ থেকেই আমন্ত্রণ পত্র এসেছে বলে জানা গিয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট করা হয়নি সরকারের তরফে।

আরোও পড়ুন : ফুঁসছে ঘূর্ণাবর্ত! শীতের মাঝেই বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি কোথায় কোথায়? আবহাওয়ার খবর

অন্যান্য দেশের প্রতিনিধিদের মতোই ফরাসি ডানপন্থী রাজনীতিবিদ এরিক জেমুর হাজির হবেন ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট বলছে, অত্যাধিক চাহিদার কারণে এই মুহূর্তে ভিআইপি টিকিট আর পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, একথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের তহবিলের অনেক বড় ডোনারদেরকেও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর