বাংলাহান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক মন্তব্যে তিনি তোলপাড় করেছেন নেট দুনিয়া। ওভাল অফিসে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প এমন মন্তব্য করলেন যাতে হতবাক হয়ে গেলেন রাজ্যবাসী। এবার সব সীমা ছাড়িয়ে আরও এক কদম উপরে উঠে গেলেন তিনি।
এক বৈঠকে হাজির ছিলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী নাদিয়া মুরাদ ও এক রোহিঙ্গাদের প্রতিনিধি। উপস্থিত ছিলেন সাংবাদিকরাও। ইয়াজিদি মহিলা নাদিয়া মুরাদ আইএস জঙ্গিদের হাত থেকে পালিয়ে আসেন। নাদিয়া ইয়াজিদি মহিলাদের অধিকার রক্ষা নিয়ে লড়ছেন। নাদিয়া তার কাজের জন্য পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বৈঠকের নাদিয়া কে জিজ্ঞেস করেন, “আপনিই তো নোবেল পেয়েছিলেন? অবিশ্বাস্য ব্যাপার। কিসের জন্য ওর আপনাকে পুরস্কারটা দিল?” মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে এমন প্রশ্ন শুনে অবাক হয়েছেন নাদিয়া, তিনি খুলে বলেন তার সংগ্রামের কথা।
শেষ নয় এখানেই, রোহিঙ্গাদের হয়ে যিনি প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন তিনি ট্রাম্পকে বলেন, ” আমি বাংলাদেশের শরণার্থী ক্যাম্পের একজন রোহিঙ্গা। শরণার্থীরা যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরতে চাই। এ ব্যাপারে কি ভাবে আমাদের সাহায্য করবেন আপনি?
ঠিক তখনই ট্রাম্প বলে ওঠেন, ‘বাংলাদেশ টা যেন কোথায়? ‘
পরিস্থিতি সামাল দিতে ট্রাম্পের উপদেষ্টা তাকে বলেন, “মায়ানমার এর ঠিক পাশেই যে দেশটি রয়েছে,সেটিই বাংলাদেশ।”
প্রশ্ন ওঠে তিনি মায়ানমার চিনলে কি করে তার প্রতিবেশী দেশ বাংলাদেশ চেনেন না? এ ঘটনা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে নেটিজেনদের মধ্যে। কটাক্ষ ও সমালোচনায় ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া।