বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে তার জন্যই। বারংবার এমনটাই দাবি করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সম্প্রতি ভারতের তরফে একাধিক বার স্পষ্ট করে দেওয়া হয়েছে, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনাতেই এই সিদ্ধান্তে আসা হয়েছে। কিন্তু ট্রাম্প (Donald Trump) নাছোড়বান্দা। নিজের অবস্থানে অনড় থেকেই আবারও ভারত পাকিস্তানের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে শোনা গেল তাঁকে।
ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি নিয়ে দাবি ট্রাম্পের (Donald Trump)
সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক চলাকালীন আবারও ভারত পাক প্রসঙ্গ তুলতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। সংঘর্ষ বিরতির কৃতিত্ব নিয়ে তিনি বলেন, ‘ভারত পাকিস্তানের বিষয়ে আমাদের ভূমিকা যদি দেখা হয়, আমরা বিষয়টির সমাধান বের করেছি। আমার মতে, ব্যবসার মাধ্যমেই সমাধান বের করা গিয়েছে।’
ফের কৃতিত্ব নিলেন মার্কিন প্রেসিডেন্ট: ট্রাম্প (Donald Trump) আরো বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বড় চুক্তি করতে চলেছি। পাকিস্তানের সঙ্গেও বড় চুক্তি করতে চলেছি। কী যে হচ্ছিল! শেষ কথা কাউকে না কাউকে বলতেই হত। পরিস্থিতির অবনতি হচ্ছিল ক্রমশ। পাকিস্তানে কিছু দারুণ মানুষ আছেন, কিছু ভালো নেতা আছেন। আর ভারত আমার বন্ধু, মোদি আমার বন্ধু। আমি দু পক্ষের সঙ্গেই কথা বলেছি’।
আরো পড়ুন : ২০২৫-এর IPL-এ সফর শেষ বৈভব সূর্যবংশীর! রানপিছু পেলেন হাজার হাজার টাকা, চমকে দেবে হিসেব
রাশিয়া-ইউক্রেন নিয়েও বড় দাবি: এই প্রসঙ্গেই আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও তিনি শান্তি স্থাপন করার চেষ্টা করছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, সম্প্রতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আড়াই ঘন্টা কথা বলেছেন। পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। ট্রাম্প (Donald Trump) আরো বলেন, ‘আমাদের কেউ নেই ওখানে। কিন্তু এত মানুষ মারা যাচ্ছেন। পরিস্থিতি মোটেই ভালো নয়’।
#WATCH | US President Donald Trump says, “If you take a look at what we just did with Pakistan and India, we settled that whole thing, and I think I settled it through trade. We’re doing a big deal with India. We’re doing a big deal with Pakistan…Somebody had to be the last one… pic.twitter.com/oaM6nCJCLi
— ANI (@ANI) May 21, 2025
আরো পড়ুন : ‘গাধাদের সর্দার…’, আসিম মুনিরের পদোন্নতি হতেই তীব্র কটাক্ষ প্রাক্তন পাকিস্তানি আদনানের
প্রসঙ্গত, ভারত পাকিস্তান সংঘর্ষের বিষয়ে প্রথমে আমেরিকা নাক না গলানোর কথা বললেও হঠাৎ করেই ট্রাম্প ঘোষণা করে দেন, তিনি সংঘর্ষ থামিয়ে দিয়েছেন। আমেরিকার মধ্যস্থতাতেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, ব্যবসার টোপ দিয়ে তিনি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করে কাশ্মীর ইস্যু নিয়েও মন্তব্য করেন। তারপরেই দেশের অন্দরে বিরোধীদের কাছে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ট্রাম্পের দাবি নিয়ে। এমতাবস্থায় বিদেশ মন্ত্রকের তরফে সবটা স্পষ্ট করে দেওয়া হলেও নিজের বক্তব্য থেকে সরতে নারাজ ট্রাম্প।