বিতর্কের মুখে ট্রাম্প ছুঁয়েছেন রাণীকে

   

বাংলা হান্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বাকিংহাম প্রাসাদে রাজকীয় নৈশভোজে রানি দ্বিতীয় এলিজ়াবেথের পিঠে হাল্কা চাপড় মারতে দেখা গিয়েছে।সেই থেকে শুরু হয়ে গিয়েছে বিতর্ক।রানির প্রশংসায় ওই নৈশভোজে বক্তৃতা দিচ্ছিলেন ৭২ ছোঁয়া ট্রাম্প।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রানির কঠোর পরিশ্রম, আমেরিকা-ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ আচরণ সম্পর্কে বলছিলেন বাহাত্তর ছোঁয়া ট্রাম্প। কথা শেষের পরেই রানির পিঠে সেই হাল্কা চাপড় দেন তিনি। রানি অবশ্য তাতে একেবারেই নির্বিকার ছিলেন। কিন্তু তাতে বিতর্ক থামেনি। রানিকে স্পর্শ করার বিষয়টি নিয়ম-বহির্ভূত। এখানেই শেষ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প তিন দিনের সফরে ছড়িয়েছেন আরও ‘মণিমুক্তো’।

993a3 7d79e8db 418b 4656 99d0 336b6353d826আর ব্রিটেন জুড়ে তাঁর বিরুদ্ধে যে বিক্ষোভের প্রস্তুতি চলছে তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন এখনও কোনও বিক্ষোভ তিনি দেখেননি ভালবাসাই পেয়েছেন শুধু।

সম্পর্কিত খবর