মাস্কের ৪ বছরের ছেলে “নাক খুঁটেছে”, “রেগে গিয়ে” ১৪৫ বছরের ডেস্কই সরিয়ে দিলেন “খুঁতখুঁতে” ট্রাম্প

বাংলাহান্ট ডেস্ক : দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়া ইস্তক একের পর এক “কাণ্ড” ঘটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বিভিন্ন দেশে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া থেকে অতিরিক্ত শুল্ক চাপানো, একাধিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেসব নিয়ে তোলপাড় হয়েছে বিভিন্ন মহল। তবে এবার তিনি যা কাণ্ড করলেন তাতে বিতর্ক ছড়িয়েছে সর্বত্র। এলন মাস্কের ছেলের জন্য প্রেসিডেন্টের অফিস থেকে ঐতিহাসিক ডেস্কই সরিয়ে দিলেন ট্রাম্প (Donald Trump)।

মাস্কের ছেলের জন্য ডেস্ক সরালেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)

ব্যাপারটা খোলসা করে বলা যাক। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসের একটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, এলন মাস্কের ৪ বছরের ছেলে এক্স ট্রাম্পের (Donald Trump) ডেস্কের সামনে দাঁড়িয়ে ক্রমাগত নাকে আঙুল দিচ্ছে। সেই ছবি ভাইরাল হতে প্রশ্ন উঠেছিল, মাস্কের ছেলে কি নাক খুঁটছিল? একই সঙ্গে সে সময় মাস্কের ছেলের দিকে ট্রাম্পের চাহনির একটি দৃশ্যও ভাইরাল হয়। আর তার পরপরই ওভাল অফিসে বড়সড় রদবদল ঘটিয়ে ফেললেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

Donald Trump removed desk for this reason

ডেস্ক বদলের খবর জানিয়েছেন প্রেসিডেন্ট: আচমকাই অফিস থেকে সেই চর্চিত ‘রেজোলিউট ডেস্ক’ সরিয়ে ফেললেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বলা বাহুল্য, এই ডেস্কের কাছে দাঁড়িয়েই ‘নাক খুঁটতে’ দেখা গিয়েছিল এলন পুত্রকে। ডেস্ক বদলের খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রেজোলিউট ডেস্কটি তার জায়গায় C&O ডেস্ক নিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘নির্বাচনের পর প্রেসিডেন্ট ৭ টির মধ্যে একটি ডেস্ক পছন্দের সুযোগ পান। এই C&O ডেস্কটি খুবই পরিচিত। জর্জ এইচ ডব্লিউ বুশ এবং অন্যান্যরা এই ডেস্ক ব্যবহার করেছেন। এটি সাময়িক ভাবে আনা হয়েছে হোয়াইট হাউসে।’

আরো পড়ুন : তেজসের দেখা নেই! HAL-এর ওপরে ক্ষুব্ধ বায়ুসেনা প্রধান, সমস্যা খুঁজতে “অ্যাকশন” প্রতিরক্ষা মন্ত্রকের

কী ইতিহাস এই ডেস্কের: কিছুদিন আগেই ওভাল অফিসে একটি প্রেস কনফারেন্স করেন এলন মাস্ক। ছেলে এক্সকেও সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। সে সময়ে রেজোলিউট ডেস্কের সামনে দাঁড়িয়ে নাক খুঁটতে দেখা গিয়েছিল এলন পুত্রকে। উল্লেখ্য, এই রেজোলিউট ডেস্কের ইতিহাস ১৪৫ বছরের পুরনো। ব্রিটিশ জাহাজ এইচএমএস রেজোলিউট এর ওক কাঠ দিয়ে বানানো এই ডেস্ক ১৮৮০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হায়েসকে উপহার হিসেবে দিয়েছিলেন স্বয়ং রানি ভিক্টোরিয়া।

আরো পড়ুন : খোদ প্রধানমন্ত্রীর নির্দেশ, কঠিন “চ্যালেঞ্জ”এর মুখে শ্রেয়া! কী করতে হবে বাঙালি গায়িকাকে?

দীর্ঘ ইতিহাস বিজড়িত এই ডেস্কটি হঠাৎ করেই সরিয়ে দেওয়ার পেছনে অবশ্য ট্রাম্পের (Donald Trump) ‘শুচিবাইগ্রস্ততা’র কথা তুলে ধরেছেন অনেকে। ইতিমধ্যেই ‘জার্মফোবিক’ হিসেবে বেশ ‘দুর্নাম’ কুড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর হঠাৎ ডেস্ক বদলের নেপথ্যে মাস্ক পুত্রের ঘটনাই যে দায়ী হতে পারে তেমনটাই মনে করছেন অনেকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর