বিরাট ও শচীনকে নিয়ে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প, করলেন মন খুলে প্রসংশা

আজ মোতেরা স্টেডিয়ামে ভাষণ দিয়ে গিয়ে ভারতের মহাপুরুষ স্বামী বিবেকানন্দকে স্মরণ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন আমরা ভারতের জন্য গর্বিত, বিশ্বের সকল মানবতাকে ভারত ভরসা দেয়। নরেন্দ্র মোদীর সম্পর্কে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন একজন চা-ওয়ালা দেশকে নেতৃত্ব দিচ্ছে।

ইতিমধ্যেই ভারতের আয় ৬ গুন বৃদ্বি পেয়েছে। প্রধানমন্ত্রী মোদীর দ্বারা চালু করা বিদ্যুৎ প্রকল্পের প্রশংসা করতেও ভোলেননি আমেরিকান রাষ্ট্রপতি। ট্রাম্প বলেন মোদী যখন কম বয়েস তখন থেকেই তিনি কাজের প্রতি পটু ছিলেন। চা বিক্রি করতেন তিনি। মোদী ভারতের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে এই নিয়েও তিনি সুবিধার কথা প্রকাশ করেন। মোদীকে সবাই ভালোবাসলেও তিনি একজন কড়া নেতা।WhatsApp Image 2020 02 24 at 15.16.44এর মধ্যেই শচীন তেণ্ডুলকর এবং  বিরাট কোহলিকে নিয়েও প্রশংশা করেন ট্রাম্প। শচীন, আর বিরাটের গুনগান করার সময়   স্টেডিয়ামেই উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। এইদিন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষেই বেশ কিছুদিন আগে থেকেই উচ্ছসিত ছিলেন সৌরভ। সেকথা তিনি নিজেই জানিয়েছিলেন।

মোতেরাই  সৌরভের সাথে উপস্থিত ছিলেন  বিসিসিআই সচিব জয় শাহও। মোতেরায় ট্রাম্প-মোদির এই আয়োজন দেখতে হাজির হয়েছিলেন প্রায় ১ লক্ষ ২৫ হাজার মানুষ। আর সেখানে সপরিবারে উপস্থিত ছিলেন ট্রাম্প। বেশ উচ্ছসিত অবস্থায় দেখা যায় দুজনকে, অর্থাৎ মোদী এবং ট্রাম্পকে। এদিন তিনি বলেন   ”এই অসাধারণ ভ্রমণের জন্য আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীকে (narendra modi)অনেক ধন্যবাদ” ।আর সৌরভকে নিয়ে না বলায় তাতে তার মনে কি প্রভাব পড়েছে সেটা বলাও মুশকিল। তবে তার মুখের হাসি কিন্তু ধরা পড়েছে। আর তা সবার নজরেও পড়ে।

সম্পর্কিত খবর