ক্ষমতায় ফিরেই শুরু অ্যাকশন! ট্রাম্পের একটি সিদ্ধান্তেই হাহাকার বিশ্বজুড়ে

বাংলাহান্ট ডেস্ক : মসনদে ফিরেই খেল দেখাতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর থেকেই নিয়ম নীতিতে একাধিক পরিবর্তন এনেছেন তিনি। নাগরিকত্ব এবং অভিবাসন নীতিতে পরিবর্তনের পর এবার বিদেশি আর্থিক সাহায্য ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিলেন ট্রাম্প (Donald Trump)। মাত্র দুটি রাষ্ট্র ছাড়া আর সব দেশেই আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ক্ষমতায় ফিরেই বিরাট সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)

মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও একটি বিবৃতি জারি করেছেন সম্প্রতি। সেখানে জানা গিয়েছে, আমেরিকার ফরেন ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বা বিদেশি আর্থিক সাহায্যের জন্য নতুন করে আর কোনো অর্থ বরাদ্দ করা হবে না। ট্রাম্পের (Donald Trump) সিদ্ধান্ত অনুযায়ী, দুটি দেশ ছাড়া আর কোনো দেশেই নতুন করে পাঠানো হবে না আর্থিক সাহায্য। এই দুটি দেশ হল ইজরায়েল এবং মিশর।

Donald Trump took big action right after taking oath

বড় ধাক্কা খেল ইউক্রেন: আমেরিকার সঙ্গে বরাবরই এই দুই রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ভালো থেকেছে। তাই এই দুই দেশের ক্ষেত্রে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত বহাল রেখেছেন ট্রাম্প (Donald Trump) প্রশাসন। তবে মার্কিন আর্থিক সাহায্যের নীতি বদল হওয়ায় বড় বিপাকে পড়তে চলেছে একাধিক দেশ। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মার্কিন অর্থ সাহায্য এবং সামরিক সাহায্য না আসলে বড়সড় সমস্যা হয়ে দাঁড়াবে।

আরো পড়ুন : মুখ থুবড়ে পড়ল জি বাংলা, নায়িকা থেকে খলনায়িকা সর্বত্র বাজিমাত করল জলসার সিরিয়াল!

বাইডেন নীতির বদল ট্রাম্পের: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অর্থ এবং সামরিক সাহায্য দিয়েছে আগের বাইডেন প্রশাসন। কিন্তু ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় এসেই তা বন্ধ করে দেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে আসতে পারে জেলেনস্কির দেশের জন্য।

আরো পড়ুন : TRP তলানিতে, তার মাঝেই ধুন্ধুমার কাণ্ড! আগুন লাগল জলসার সিরিয়ালের ফ্লোরে

পাশাপাশি আফ্রিকার বিভিন্ন উন্নয়নশীল দেশগুলি এইচআইভি প্রতিরোধক অ্যান্টি রেট্রোভাইরাল ওষুধ কেনার জন্য মার্কিন অর্থ সাহায্যের উপরে নির্ভর করত। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তের ফলে দেশগুলির স্বাস্থ্য ক্ষেত্রে সঙ্কট তৈরি হতে পারে। অন্যদিকে বাংলাদেশেও বড় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর