আমেরিকার ‘সাহায্য’এই সংঘর্ষ বিরতি, যেচেপড়ে কৃতিত্ব নিলেন ট্রাম্প, পাকিস্তানের সমঝোতা লঙ্ঘন নিয়ে মুখে কুলুপ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শনিবার রাত দশটার পর থেকে সীমান্তে গোলাগুলি বন্ধ করেছে পাকিস্তান। গতকাল পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতির জন্য আর্জি জানানো হলেও ঘন্টা কয়েক পরেই ফের গুলিবর্ষণ করে সমঝোতা লঙ্ঘন করা হয়। তৈরিই ছিল ভারত। পালটা দেওয়া হয় কড়া জবাব। তবে রাত দশটার পর থেকে সীমান্তে গোলাবর্ষণ বন্ধ হয়েছে বলে খবর। সারা রাতেও আর নতুন করে হামলা হয়নি কাশ্মীর বা অন্য কোথাও। আর তারপরেই রবিবার ফের বার্তা এল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) তরফে। সংঘর্ষ বিরতির ‘কৃতিত্ব’ নিয়ে ভারত পাকিস্তানের উদ্দেশে বার্তা দিলেন তিনি।

ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে বার্তা ট্রাম্পের (Donald Trump)

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় তিনি বলেন, আগ্রাসনের জেরে লক্ষ লক্ষ মানুষের প্রাণ যেতে পারত। এই সংঘর্ষ বিরতিকে ‘বোঝাপড়া’ বলে উল্লেখ করে ট্রাম্প (Donald Trump) আরো বলেছেন, দুই দেশের সঙ্গেই বাণিজ্য আরও বাড়িয়ে দেবে আমেরিকা। সেই সঙ্গে ‘হাজার বছর’ ধরে চলে আসা কাশ্মীর সমস্যারও সমাধান খুঁজবেন বলে জানান ট্রাম্প (Donald Trump)।

Donald Trump took credit for india pakistan ceasefire

কী লিখলেন মার্কিন প্রেসিডেন্ট: বার্তায় মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ভারত এবং পাকিস্তানের শক্তিশালী এবং অবিচল নেতৃত্বের প্রতি আমি গর্বিত। তাঁদের শক্তি, বুদ্ধিমত্তা এবং দৃঢ়তা রয়েছে এটা বোঝার জন্য যে এটাই উপযুক্ত সময় বর্তমান আগ্রাসন বন্ধ করার যা লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিতে পারত এবং আরো অনেক কিছু ধ্বংস করতে পারত। লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণ চলে যেতে পারত। আপনাদের সাহসী পদক্ষেপেই উত্তরাধিকারের পরিচয় পাওয়া যায়।’

আরো পড়ুন : সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আন্তর্জাতিক সীমান্তে গুলিবর্ষণ, RS পুরায় নিহত BSF সাব ইন্সপেক্টর

কাশ্মীর নিয়ে আলোচনার বার্তা: এরপরেই সংঘর্ষ বিরতির কৃতিত্ব নিয়ে ট্রাম্প (Donald Trump) আরো লিখেছেন, ‘আমি গর্বিত যে এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ পদক্ষেপ নিতে আমেরিকা সাহায্য করতে পেরেছে। আলোচনা ছাড়াই, উল্লেখযোগ্যভাবে দুই দেশের সঙ্গেই বাণিজ্য বাড়িয়ে দিতে চলেছি আমি। আমি দুজনের সঙ্গেই কাজ করবে যাতে ‘হাজার বছর’ পর কাশ্মীরের বিষয়ে কোনো সমাধান পাওয়া যায় কিনা। এই ভালো পদক্ষেপের জন্য ভারত এবং পাকিস্তানের নেতৃত্বদের ঈশ্বর আশীর্বাদ করুন’।

আরো পড়ুন : চিন-তুরস্কের প্রতি কৃতজ্ঞতা, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেও পাক সেনাবাহিনীর জয়গান শরিফের

প্রসঙ্গত, আমেরিকা ভারত পাকিস্তান সংঘাতে নাক না গলানোর কথা বললেও শনিবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ট্রাম্প ঘোষণা করেন, ‘আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর আমি খুশি মনে জানাচ্ছি, ভারত এবং পাকিস্তান সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। দুই দেশকেই বুদ্ধিমত্তা এবং বিবেচনার সঙ্গে বিষয়টি দেখার জন্য শুভেচ্ছা। বিষয়টিতে নজর দেওয়ার জন্য ধন্যবাদ’। এরপরেই ভারতীয় বিদেশ সচিব জানান, পাকিস্তান সংঘর্ষ বিরতির আর্জি জানিয়েছে। যদিও পরে পাকিস্তানের সমঝোতা লঙ্ঘনের বিষয়ে একটি কথাও খরচ করতে দেখা যায়নি ট্রাম্পকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X