নতুন বছরেই কেলেঙ্কারি! পর্নস্টারকে ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প, কী রায় দিল আদালত?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র ৯ দিন পরই দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রেসিডেন্ট (President) হিসাবে অভিষিক্ত হওয়ার আগে আদালতের রায়ে বড় স্বস্তি পেলেন ট্রাম্প। পর্নস্টারকে ঘুষকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত হলেও জেল-জরিমানা হচ্ছেনা ট্রাম্পের।

‘পর্ণস্টারকে ঘুষ’ মামলায় ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পরিণতি

ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) পর্নস্টার (Pornstar) স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় অভিযুক্ত হন ২০২৪ সালেই। তারপরেও নির্বাচনে লড়াই করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। এমনকি সেই নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ট্রাম্প।

Donald Trump update for pornstar case

আমেরিকার আদালত এবার অবশ্য বড় স্বস্তি দিয়ে জানাল, পর্ণস্টারকে ঘুষ মামলায় ‘নিঃশর্তে রেহাই’ দেওয়া হল। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার (United States of America) প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন আগামী ২০ জানুয়ারি। তার আগে আদালতের রায়ে বড় স্বস্তি পেলেন মার্কিন মুলুকের হবু রাষ্ট্রপতি।

আরোও পড়ুন : ফের চমক ভারতীয় রেলের! তৈরি করল বিশ্বের সবথেকে শক্তিশালী হাইড্রোজেন ইঞ্জিন, এই রুটে হবে পরীক্ষা

মার্কিন আদালত যে রায় দিয়েছে তার সারাংশ হল পর্ণস্টারকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হলেও, যেহেতু তিনি দেশের সর্বোচ্চ পদে বসতে চলেছেন, সেহেতু তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। জেল তো নয়ই, এমনকি জরিমানাও ধার্য করা হবে না ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৬ সালে নির্বাচনের আগে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার।

Donald Trump update for pornstar case

নিউ ইয়র্কের আদালত ২০২৪ সালের মে মাসে ট্রাম্পকে এই মামলায় দোষী সাব্যস্ত করে। রিপাবলিকান নেতা ট্রাম্প এর আগে রায় দান স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন আদালতে। যদিও আদালত সেই আবেদন খারিজ করে দেয়। তবে শুক্রবার মার্কিন আদালত জানায়, পর্ণস্টারকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে ‘নিঃশর্তে রেহাই’ দেওয়া হল। তাই প্রেসিডেন্ট পদে বসার ক্ষেত্রে আর বাধা থাকল না ট্রাম্পের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X