বদলে গেল ছবি! ট্রাম্পকে জোর টক্কর কমলার! কে হচ্ছেন আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট?

বাংলা হান্ট ডেস্কঃ সাদা বাড়ি দখলের জোরদার লড়াই। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনা চলছে (US Election Result) । আর তাতেই প্রতি মুহূর্তে চমক। প্রাথমিকভাবে ট্রাম্প (Donald Trump) এবং কমলা হ্যারিসের (Kamala Harris) হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হলেও যত সময় এগোচ্ছে বদলে যাচ্ছে চিত্র। গণনা যত এগোচ্ছে ততই কমলাকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন ট্রাম্প। আর পিছু হটতে হচ্ছে বুথফেরত সমীক্ষাকে।

প্রাথমিক প্রবণতা অনুযায়ী এগিয়ে রয়েছেন ট্রাম্প। তবে যে কোনো মুহূর্তে সেই ছবি বদলে যেতে পারে। বুথফেরত সমীক্ষায় ডেমোক্র্যাট কমলা হ্যারিসকেই এগিয়ে রাখা হয়েছিল। তবে এখনও পর্যন্ত বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, আপাতত ৪৭.৬ শতাংশ ভোট পেয়েছেন কমলা। ওদিকে রিপাবলিকান আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাপ্ত ভোটের পরিমাণ ৫১ শতাংশ।

অনেক আগেই ২০০-র গণ্ডি ছাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রথম দিকে পিছিয়ে থাকলেও আস্তে আস্তে ট্র্যাকে ফিরছেন কমলা হ্যারিস। আমেরিকার ভোটে জিততে হলে ছুঁতে হবে ২৭০-র ম্যাজিক ফিগার। আপাতত সেই দিক থেকে দৌড়ে এগিয়ে ট্রাম্প।

ওদিকে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২৩০টি ইলেক্টরাল কলেজ আর কমলা হ্যারিসের ঝুলিতে রয়েছে ২০৫টি। তবে ‘সুইং স্টেট’ এর উপর নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করে। জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা এবং উইসকনসিন হল সুইং স্টেট। এখনও এই ছ’টি সুইং স্টেটের ফলাফল সামনে আসেনি।

VIPPER American Flag 3x5 FT Outdoor - USA Heavy duty India | Ubuy

আরও পড়ুন: ২.৬৩% বাড়ছে DA! কবে থেকে হাতে পাবেন সরকারি কর্মীরা? সামনে বড় আপডেট

সংবাদসংস্থা এপির রিপোর্ট অনুযায়ী, ওয়াশিংটনে জিতেছেন কমলা হ্যারিস। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী ফের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পথে এগোচ্ছেন দুই প্রার্থী। ব্যবধান কমাচ্ছেন কমলা। শেষ পর্যন্ত কার মুখে থাকে চওড়া হাসি হচ্ছে সেটাই এখন দেখার। আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট কে হবেন? সেই দিকেই এখন নজর সকলের।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর