সাংবাদিকের কথায় রেগে গেলেন ডোনাল্ড ট্রাম্প,বললেন চীনকে গিয়ে জিজ্ঞাসা করুন

বাংলাহান্ট ডেস্কঃ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হোয়াইট হাউসে থেকে রেগে বেরিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ৷ CBS News  -র ওয়েজিয়া জিয়াং(Weijia Jiang) ও সিএনএনের কাইতলান কলিন্সের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের মধ্যেই রেগে আগুন হয়ে যান ট্রাম্প ৷

Coronavirus slider

জিয়াং ট্রাম্পকে জিজ্ঞাসা করেন কেন এত জোর দিয়ে এই পরিমাণ সংখ্যায় করোনা ভাইরাসের টেস্ট করা হচ্ছে আমেরিকায় ? তিনি আরও বলেন, ‘এটা কীভাবে প্রভাব ফেলছে, এটা কী পৃথিবীর সঙ্গে একটা প্রতিযোগিতা যেখানে রোজ দেখা যাচ্ছে আমেরিকানরা মারা যাচ্ছে আর নতুন করে সংক্রমিত হচ্ছে ৷ ’

coronavirus testing everlywell

ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দেননি ৷ মার্কিন প্রেসিডেন্টকে জিয়াং জিজ্ঞাসা করেন, ‘স্যার আপনি আমায় কেন সরাসরি এই কথা বলছেন৷ ’সিবিএস নিউজের হয়ে ২০১৫ থেকে কাজ করেন জিয়াং ৷ তিনি আসলে চিনের জিয়ামেনে জন্মেছিলেন ৷ আর পরিবারের সঙ্গে ২ বছর বয়স থেকে আমেরিকায় বসবাস করছেন ৷ ট্রাম্প এই প্রশ্নের সপাট জবাব দিয়ে বলেন ,‘সারা পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে আর তাই এই প্রশ্ন চিনকে করা উচিত ৷ আমায় নয়, উল্টে গিয়ে চিনকে জিজ্ঞাসা করুন ৷’ এর উত্তরে তিনি জানিয়েছেন , ‘যে নক্কারজনক প্রশ্ন করবে তাকেই৷ ’ এর উত্তরে ছেড়ে দেননি জিয়াংও ৷ তিনি বলেন, ‘এই প্রশ্ন নক্কারজনক নয়, আর সেটা কেনই বা প্রভাব ফেলবে ৷ ’

trump 15

এরপর সিএনএনের সাংবাদিক তাঁকে প্রশ্ন করতে গেলে তিনি আর কোনও উত্তর না দিয়ে সেই জায়গা ছেড়ে চলে যান ৷ তাতে সেই সাংবাদিকও রেগে গিয়ে বলেন তাঁকে কেন পয়েন্ট করা হল ৷ এর উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি নাকি ওই। সাংবাদিকের প্রশ্নের জন্য অপেক্ষা করেছিলেন কিন্তু তিনি সে সময়ে প্রশ্ন করেননি এরপর ফের ওই সাংবাদিক প্রশ্ন করতে চাইলে কোনও উত্তর না দিয়ে বেরিয়ে যান ট্রাম্প ৷ এই মুহূর্তে হোয়াইট হাউসের দুই কর্মীর করোনা সংক্রমণ হওয়ার পর জিয়াং , কলিন্স ও বেশির ভাগ সাংবাদিকই মুখে মাস্ক পরেছিলেন ৷


সম্পর্কিত খবর