সময় কাটছে না ডোনাল্ড ট্রাম্পের! খুঁজলেন এমন এক কাজ, যা শুনলে হাসি পাবে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বক্সিং মোকাবিলায় কমেন্ট্রি করবেন। এই প্রতিযোগিতায় প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন ইভান্ডার হোলিফিল্ডও অংশ নেবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওনার ছেলে ডোনাল্ড জুনিয়র ট্রাম্পও অংশ নেবেন।

প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানান, ‘আমি এরকম প্রতিযোগিতা খুব ভালোবাসি। এবার আমি শনিবার রাতে এরকমই একটি প্রতিযোগিতায় অংশ নেব আর নিজের বিচার রাখব। আপনারও  উচিৎ এই প্রতিযোগিতা দেখা।”

উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি পদ খোয়ানোর পরে শুধুমাত্র সময় কাটানোর জন্য তিনি এই বক্সিং প্রতিযোগিতায় কমেন্ট্রি করতে চলেছেন। যদিও, তিনি বর্তমান সময়ে রাজনীতিও চালিয়ে যাচ্ছেন। আর সম্প্রতি আফগানিস্তান নিয়ে জো বাইডেন প্রশাসনের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন জো বাইডেন। এরপর ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্টকে একহাতে নিয়ে বলেন, আমি থাকলে এমন হত না। তিনি আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে জঙ্গি হানায় নিহত মার্কিন সেনা জওয়ানদের শ্রদ্ধাঞ্জলিও জানান।

X