মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের ভাই, শোকের ছায়া রাষ্ট্রপতির পরিবারে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ছোট ভাই রবার্ট ট্রাম্প (Robert Trump) প্রয়াত হলেন। নিউ ইয়র্কের একটি হাসপাতালে শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

মারা গেলেন রবার্ট ট্রাম্প
বিগত কয়েক দিন ধরে ম্যানহাটনের নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে ঠিক কি ধরনের অসুস্থ ছিলেন, তা জানা যায়নি। ট্রাম্প ভাই বোনদের মধ্যে সবথেকে ছোট ছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে ৩ বছরের ছোট ছিলেন তিনি।

ট্রাম্পের ট্যুইট
ভাইকে হারিয়ে এক ট্যুইট বার্তায় শোক প্রকাশ করে ট্রাম্প লিখলেন, “আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ভাই রবার্ট ট্রাম্প শনিবার রাতে মারা গেছেন। ওঁকে আমি খুব মিস করব। আমাদের আবারও দেখা হবে। ওঁর স্মৃতি আমার হৃদয়ে বেঁচে থাকবে। রবার্ট শুধুমাত্র আমার ভাই ছিলেন না, আমার একজন সেরা বন্ধু ছিলেন। আমি তোমাকে ভালোবাসি রবার্ট।”

ইভাঙ্কার ট্যুইট
কাকার মৃত্যুতে শোক বার্তা ট্যুইট করলেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প (Ivanka Trump)। তিনি লিখলেন, ‘কাকা বরার্ট আমরা আপনাকে ভালোবাসি। সর্বদাই আমাদের হৃদয়ে থাকবে আপনার উজ্জ্বল উপস্থিতি’।

X