ইতিহাস তৈরির পথে ভারত, ট্রাম্পকে ভারতে এনে পাকিস্তান ও চীনকে কড়া বার্তা

এবার ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামি ২৪শে ফেব্রুয়ারি দু’দিনের সফরে আসছেন তিনি। এই সফরেই বাণিজ্য, প্রতিরক্ষা-সহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে , তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর নিয়ে যথেষ্ট আশাবাদী ভারত,।নয়াদিল্লি ছাড়াও আমদাবাদে ‘কেমছো ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

ভারত সফর নিয়ে নিজেও বেশ আনন্দিত ট্রাম্প ‘মোদী এক দারুণ ব্যক্তিত্ব” বলে নিজেই জানিয়েছেন সাংবাদিকদের।তিনি এও জানিয়েছেন এই সফরের জন্য তিনি অনেকদিন ধরেই অপ্রক্ষা করছিলেন, আর ভারত সফরে আসবেন বলে তিনি উচ্ছসিত । আমদাবাদের মোতেরা স্টেডিয়ামেই জনসভার আয়োজন হয়েছে। গুজরাতে আসার প্রসংগ নিয়ে কথোপকথনের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “মোদী জানিয়েছেন আমদাবাদে আমাকে অভ্যর্থনা জানাতে কয়েক লক্ষ মানুষ হাজির থাকবেন।Modi trump 1আমার একটি জনসভায় যেখানে ৪০-৫০ হাজার লোক হয়, সেখানে ভারতে বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত ৫০-৭০ লক্ষ মানুষ ভিড় করবেন, বিষয়টা ভাবতেই অস্বস্তি লাগছে “। আবার অন্যদিকে ভারত আসার জন্য ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  টুইট করেন  বলেন, “আমাদের মাননীয় অতিথির অভ্যর্থনা অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ সফর। ভারত-আমেরিকার বন্ধুত্বকে আরও মজবুত করবে এই সফর “ ।

মোদী সরকার চায়, ভারত থেকে রফতানি করা ইস্পাত, অ্যালুমিনিয়াম থেকে বাড়তি শুল্ক তুলে নিন ট্রাম্প, আবার অপর দিকে ট্রাম্প চায় আমেরিকার কৃষি এবং ডেয়ারি পণ্যের জন্য নরেন্দ্র মোদী ভারতের বাজার আরও বেশি করে খুলে দিন। সব মিলিয়ে এই সফর ভারতের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ন হতে চলেছে বলে মনে করছে বিশেসজ্ঞরা । এবার দেখা কি হয় এই সফর ভারতীয়দের কাছে কতটা মনে রাখার মতন হয় আর তা বানিজ্যিক চুক্তি  হিসেবেও কতদূর সফল হয়  তাও এখন  দেখার বিষয় ।


সম্পর্কিত খবর