‘গালফ্রেন্ড দান করবেন গো”, প্ল্যাকার্ড হাতে প্রেমিকার খোঁজে রাস্তায় যুবক

   

বাংলা হান্ট ডেস্কঃ পরনে সাদা টি-শার্ট এবং চোখে সবুজ রঙের একটি সানগ্লাস। ছিপছিপে রোগা যুবকের হাতে ধরা একটি প্ল্যাকার্ড, যেখানে আবার লেখা রয়েছে ‘ডোনেট মি আ গার্লফ্রেন্ড’। অর্থাৎ ‘আমাকে একটা গার্লফ্রেন্ড দান করুন’। বর্তমানে আলিপুরদুয়ার শহরের এই যুবকের একটি ভিডিও ভাইরাল হয়ে চলেছে, যেখানে ব্যাকগ্রাউন্ডে দে দে পেয়ার দে গানের সঙ্গে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার ছবি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আলিপুরদুয়ার শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে ভিডিওটি রেকর্ড করে চলেছে যুবকটি। তবে এই রহস্যময় যুবকটি কে কিংবা কেনই বা সে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছে? জানা গিয়েছে, যুবকটির নাম সুমন সরকার। আলিপুরদুয়ার শহরের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই যুবক আবার ইউটিউব স্টার ‘BB ki Vines’ খ্যাত ভুবন বামের খুব বড় ফ্যান! কলেজ পড়ুয়া সুমনের অনেকদিন ধরেই সখ ইউটিউবে ভুবনের মত বড় স্টার হওয়া আর সেই কারণেই সে একের পর এক মজার ভিডিও বানিয়ে চলে।

তবে এহেন প্ল্যাকার্ড নিয়ে ঘোরার পরিকল্পনা তার মাথায় কি করে এলো? এই প্রশ্নের জবাবে সুমন জানায়, “ভিন্ন রকমের কনটেন্ট যদি বানানো হয়, তবে তা খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মানুষকে আনন্দ দিতে সক্ষম হয়। আমিও অনেকদিন ধরে এরকম ভিডিও বানিয়ে চলেছি যা সকলের বেশ পছন্দ হয়। এছাড়া প্রেমিকা কেই বা না চায় বলুন? আমারও এবার একটা গার্লফ্রেন্ড এর দরকার রয়েছে।” মজার ছলে এদিন উত্তর দেয় যুবকটি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর