ত্রাণ তহবিলে দান করলে লাগবে না আয়কর, ঘোষণা, মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ চিন (chiana) খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও করোনা (corona) নিয়ে উদ্বিগ্ন ইটালি, স্পেন, ইরানের মতো দেশ। আক্রান্তের সংখ্যায় আবার বাকি সব দেশকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা। ভারতের (india) মাটিতেও নিজের আধিপত্য বিস্তার করে চলেছে নোভেল করোনা ভাইরাস। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মুহূর্তে ভারতে মৃতের সংখ্যা ১৮ (দুই বিদেশি-সহ ২০)। আক্রান্তের সংখ্যা ৭৭০ পেরিয়ে গেল। রাজ্যে(state) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। গোটা দেশে লকডাউনকে (lockdown) হাতিয়ার করে করোনার স্টেজ – থ্রি বা তৃতীয় পর্যায়ের সংক্রমণ আটকাতে মরিয়া ভারত। অন্যদিকে, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। ত্রাণ তহবিলে দান করলে লাগবে না আয়কর। ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

corona index 2003171712

১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ সমস্ত অন্তর্দেশীয় বিমান পরিষেবা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলে আয়কর লাগবে না। জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত একমাস বিনামূল্যে মিলবে রেশন। তিনমাস দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়ালকে চিঠি লিখে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর আবেদন রাহুল গান্ধীর। নিজের কেন্দ্র রায়বরেলিতে করোনার চিকিৎসায় সাংসদ তহবিলের সমস্ত টাকা দিলেন সোনিয়া গান্ধীও। কর্ণাটকের দক্ষিণ কান্নাড়ের ১০ মাসের এক শিশুও এবার আক্রান্ত এই মারণ রোগে। মহারাষ্ট্রে করোনা থেকে সম্পূর্ণ হয়ে বাড়ি ফিরলেন পাঁচজন। তবে আরও ভাইরাসের কবলে নতুন করে পড়লেন ১২ জন। নয়ডায় আরও দুজনের শরীরে মিলল করোনার জীবাণু। গ্রেটার নয়ডাতেও আক্রান্ত এক।
রাজস্থানে আক্রান্ত ৪৫ জনের মধ্যে ২১ জনই ভিলওয়াড়ার বাসিন্দা। এই এলাকারই এক বৃদ্ধ করোনার বলি হয়েছিলেন। পাঞ্জাবে আরও পাঁচজনের শরীরে মিলল করোনা ভাইরাস। এখনও পর্যন্ত সে রাজ্যে আক্রান্ত ৩৮জন। দেশে করোনার বলি আরও এক। কর্ণাটকের টুমাকুরুতে এই ভাইরাসের আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৬৫ বছরের বৃদ্ধ। গত ৫ মার্চ ট্রেনে দিল্লি গিয়েছিলেন তিনি। ফেরেন ১১ মার্চ। তাঁর সহযাত্রীদের চিহ্নিত করার চেষ্টা।

 ভারতীয় রিজার্ভ ব্যাংকের ঘোষণা ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবারগুলিকে অনেকখানি স্বস্তি দিল। বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির ৩২৫টি স্কুলে আশ্রয় নেওয়া দুস্থদের দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা করল দিল্লি সরকার। স্টেজ থ্রি মোকাবিলায় দিল্লিতে থাকা সমস্ত নাগরিকের বিশেষ খেয়াল রাখা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে ২১ লক্ষ এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ লক্ষ টাকা অনুদান দিল গুজরাটের সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা। দিল্লির উত্তরপ্রদেশ ভবনে তৈরি হল কন্ট্রোল রুম। 011-26110151, 26110155 এবং 9313434088 নম্বরে ফোন করলে মিলবে সরকারি সাহায্য। “সেনাদের সুরক্ষা সবার আগে। অপারেশন নমস্তে সফল হবেই। আপনারা বাড়িতে থাকুন। নিশ্চিন্তে কাজ করুন।” বললেন সেনাপ্রধান এমএম নারাভানে সমস্ত ঋণের ইএমআই তিন মাসের জন্য স্থগিত করার কথা জানাল রিজার্ভ ব্যাংক। তেলেঙ্গানায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৫। নাগপুরে আক্রান্ত আরও তিন। মহারাষ্ট্রে COVID-19 -এর শিকার ১৩৫জন। রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল RBI। রেপো রেট কমে হল ৪.৪ শতাংশ। ৯০ বেসিস পয়েন্ট কমল রিজার্ভ রেপো রেট।

ad

সম্পর্কিত খবর