প্রতি লিটার ৫ হাজার! দুর্দান্ত ‘সেল’ গাধার দুধের! কয়েক দিনেই লাখপতি গুজরাটের যুবক

বাংলাহান্ট ডেস্ক : দুধ (Milk) আমাদের শরীরের পক্ষে কতটা জরুরি তা সবারই জানা। তবে সাধারণত আমরা দৈনন্দিন জীবনে গরুর দুধই ব্যবহার করে থাকি। কিন্তু কখনো শুনেছেন গরুর দুধের থেকে ৭০% বেশি দামে বিক্রি হচ্ছে গাধার দুধ? গাধার দুধ বিক্রি করে এই যুবক এখন লাখ লাখ টাকার মালিক। আগেকার দিনে গাধার দুধ নিয়ে উপকারিতার নানান কথা শোনা যেত। তবে বর্তমান সময়ে গাধার দুধের চাহিদা তেমন একটা নেই। 

তবে এই গুজরাটি দুধ বিক্রেতার জন্য গাধার দুধ ফের শিরোনামে। ধীরেন সোলাঙ্কির ইচ্ছা ছিল সরকারি চাকরি করার। তবে সেই আশা পূরণ হয়নি তার। তাই তিনি বেসরকারি ক্ষেত্রে চাকরি করতে ঢোকেন। তবে বেসরকারি ক্ষেত্রের বেতনে তার চলছিল না। এরপর তার মাথায় আসে ব্যবসার বুদ্ধি। ঠিক করেন গাধার দুধ বিক্রি করবেন তিনি। কিন্তু এই পরিকল্পনা এল কোথা থেকে?

আরোও পড়ুন : এবার ওপেনহাইমারের সাথে মিলে গেলেন রবি ঠাকুর! UPSC টপারের মক টেস্ট সামনে আসতেই শোরগোল

এই বিষয়ে তিনি বলেন, “আমি জানতাম দক্ষিণ ভারতে গাধার একটা চাহিদা আছে। আমি সেখানাকার কিছু লোকের সঙ্গে যোগাযোগ করি। আর তাঁদের পরামর্শে নিজের গ্রামেই খুলে ফেলি গাধার গোয়াল। মাত্র ৮ মাস আগে। সেই সময় ২২ লক্ষ বিনিয়োগ করে ২০টি গাধা (Donkey) কিনেছিলাম।” এই ব্যবসার শুরুটা কিন্তু ভালো ছিল না। প্রথম ৫ মাস বেচাকেনা ছিল না তার। গুজরাটে গাধার দুধের বাজার ছিল না।

4

এরপর তিনি ব্যবসা ছড়িয়ে দেন দক্ষিণ ভারতে। এই ব্যবসায়ী গাধার দুধ বিক্রি করতে শুরু করেন কর্নাটক ও কেরলে। ৫-৭ হাজার টাকায় গাধার দুধ বিক্রি হচ্ছে অনলাইনেও। বর্তমানে ধীরেনের কাছে ৪২টি গাধা রয়েছে। বিনিয়োগ করেছেন ৩৮ লক্ষ টাকা। তবে যত দিন যাচ্ছে ততই ধীরেন দেখছেন লাভের মুখ। গাধার দুধ বিক্রি করে বিপুল টাকার মুখ দেখছেন তিনি।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর