সিপিএমের গুরুত্ব নেই, কংগ্রেস অস্তিত্বহীন! অযথা ভোট নষ্ট না করে আমাদের দিন, বার্তা অভিষেকের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গঠিত হয়েছে কমিটি, লক্ষ্য ত্রিপুরার (tripura) বিজেপি সরকারকে সরিয়ে দিয়ে সবুজ আভা ছড়িয়ে দেওয়া। এবার সেই লক্ষ্যেই ত্রিপুরায় আসন্ন পুরনির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রচার কর্মসূচী চলতে পারে ২১ শে অক্টোবর থেকে টানা ১০ দিন।

বাংলায় সাফল্য মেলার পর, এবার পাখির চোখ ত্রিপুরা। বাংলায় বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর থেকেই ত্রিপুরার নিজেদের মটি শক্ত করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল শিবির। সেই মর্মে প্রতিদিনই সেখানে পা রাখছেন কোন না কোন হেভিওয়েট তৃণমূল নেতৃত্ব। এবার ত্রিপুরার রাজ্য কমিটির সদস্যদের নামও ঘোষণা করে দিল তৃণমূল।

১৯ জন সদস্যের সেই তালিকায় রয়েছেন সুস্মিতা দেব, প্রকাশচন্দ্র দাস, আশিসলাল সিং, নীলকান্ত সিনহা, শর্মিষ্ঠা দেব সরকার, রবি চৌধুরী, শিবানি সেনগুপ্ত. ইদ্রিস মিঞা, কৃষ্ণধন দাস, ড. দেবব্রত দেব রায়, মলিন জামাতিয়া, আবদুল বাসিত খান, ত্রিদিব দত্ত, শম্পা দাস, কল্পমোহন ত্রিপুরা, মামন খান, অঞ্জন চক্রবর্তী, অনিতা দাস।

ইতিমধ্যেই ত্রিপুরার নবগঠিত স্টিয়ারিং কমিটির সদস্যদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে বৈঠক সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সদস্যদের আসন্ন পুরভোটে লড়াই করার নির্দেশ দিয়ে অভিষেক বলেন, ‘ত্রিপুরায় সিপিএম কার্যত বসেই পড়েছে। রাস্তায়, মাঠে, ভোটে কোথাও তাঁদের দেখা নেই। তাই কংগ্রেস-সিপিএমকে ভোট দেওয়া মানে, শুধু নিজের ভোটোটা নষ্ট করা। এই পরিস্থিতিতে একমাত্র তৃণমূলই পারবে বিজেপিকে তাড়াতে’।

অভিষেক আরও বলেন, ‘আপনাদের আস্থা, ভালোবাসা, আশীর্বাদ রাখুন জোড়াফুল চিহ্নের উপর। তাহলেই দেখবেন বিপ্লব দেবের সরকারকে হাটিয়ে দিয়ে ত্রিপুরায় মানুষের সরকার প্রতিষ্ঠা করবে মমতা বন্দ্যোপাধ্যায়’।

সম্পর্কিত খবর

X