বৃষ্টিকে ডোন্ট কেয়ার, মাঝ পথে গান থামালেন না অরিজিৎ

বাংলাহান্ট ডেস্ক : দেশের সেরা সংগীতশিল্পীদের তালিকায় জ্বলজ্বল করছে তাঁর নাম। বলিউড (Bollywood) হোক কিংবা টলিউড (Tollywood) তিনি সেরার সেরা। তাঁকে একবার সামনে থেকে দেখতে লক্ষ লক্ষ টাকাও খরচ করতে পারেন ভক্তরা। কিন্তু এতকিছুর পরেও তাঁর নেই কোনও অহংকার। তিনি একেবারেই মাটির মানুষ। কথা হচ্ছে জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং-(Arijit Singh) কে নিয়ে।

মঙ্গলবার শিলিগুড়িতে হাজির হয়েছিলেন অরিজিৎ। আর সেখানেই একেবারে অন্যরকম মেজাজে দেখা গেল তাঁকে। প্রিয় সংগীতশিল্পীকে চোখের সামনে দেখতে পেয়ে খুশির জোয়ারে ভাসলেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এদিনের লাইভ শো-র একাধিক ভিডিও।

Arijit Singh

মঙ্গলবার ভোররাতেই তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনে চেপে জিয়াগঞ্জ থেকে এনজিপি পৌঁছে যান অরিজিৎ সিং। তাঁর সঙ্গে ছিল না কোনও বডিগার্ড। একেবারে ট্রেনের স্লিপার ক্লাসে বসে অন্যান্য যাত্রীদের সঙ্গেই সফর সারলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। স্টেশনে ভক্তদের সঙ্গে তুললেন সেলফি। বললেন কথা। এরপরই তিনি পৌঁছে যান হোটেলে। পছন্দের গায়ককে সামনে থেকে দেখতে শিলিগুড়ি স্টেশনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত।

Arijit Singh

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হাজারো দর্শকের মাঝে গান গাইলেন অরিজিৎ। তাঁর কন্ঠে শোনা গেল ‘ দেবা দেবা’, ‘ঝুমে জো পাঠান’, ‘ইতনা সোনা কিউ’ সহ বেশ কিছু জনপ্রিয় গান। প্রিয় সংগীত শিল্পীর গান শুনতে হাজির হয়েছিলেন প্রায় ১৪ হাজার-এরও বেশি মানুষ। কেবলমাত্র শিলিগুড়ি নয়। নেপাল, কার্শিয়াং, দার্জিলিং, কালিপং থেকে ছুটে এসেছিলেন বহু ভক্ত।

Arijit Singh

এদিন মাথায় নীল পাগড়ি, নীল রঙের টি শার্ট, এবং সাদা নীল জ্যাকেট পরে গিটার সাথে মঞ্চে হাজির হয়েছিলেন অরিজিৎ। তাঁর কন্ঠে একের পর এক গান শুনে মুগ্ধ হয়ে যান দর্শকেরা। তবে হঠাৎ করেই বদল ঘটে আবহাওয়ার। ধেয়ে আসে বৃষ্টি। যদিও সে বৃষ্টিকে ডোন্ট কেয়ার করেই মঞ্চ মাতাতে থাকেন অরিজিৎ। অন্যদিকে বৃষ্টি মাথায় নিয়েই শ্রোতারাও শুনতে থাকেন তাঁর গান।

https://twitter.com/Priya_1815/status/1643417086042177537?s=20

সূত্রের খবর, শিলিগুড়ি কনসার্টের জন্য প্রায় আড়াই কোটি টাকা নিচ্ছেন অরিজিৎ। যদিও সে টাকা মোটেই নিজের কাজে ব্যবহার করবেন না তিনি। সেই টাকা দিয়ে জিয়াগঞ্জে তৈরি করবেন একটি হাসপাতাল। এই স্বপ্ন বহু দিন ধরেই দেখছেন তিনি। অবশেষে হতে চলেছে তাঁর সেই স্বপ্ন পূরণ।


additiya

সম্পর্কিত খবর