ট্রেনে এই চারটি জিনিস কখনও নিয়ে উঠবেন না, জরিমানার পাশাপাশি হতে পারে কারাদণ্ড

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনের মাধ্যমে আমরা আজ অতি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারি। কম খরচে ও কম সময় নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য ভারতীয় রেলের (Indian Railways) কোন তুলনাই হয় না। শহর থেকে শহরতলী, এমনকি প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গিয়েছে ভারতীয় রেল নেটওয়ার্ক। কিন্তু রেলে চলাচল করার জন্য আমাদের বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। আমরা অনেক সময় কোন দিক না ভেবে একগুচ্ছ জিনিসপত্র নিয়ে রেলে উঠে পড়ি। কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যা নিয়ে কখনোই রেলে ওঠা উচিত না।

মাঝেমধ্যেই ট্রেনে চেকিং হয়। আপনি যদি কোন নিষিদ্ধ জিনিস আপনার সাথে বহন করে নিয়ে যান তাহলে আপনার জরিমানা কিংবা জেল অথবা দুটোই হতে পারে। আপনার কাছে যদি এমন কোন দ্রব্য পাওয়া যায় যা রেলে নিয়ে যাওয়া বাঞ্ছনীয় নয় তাহলে আপনাকে শাস্তির মুখে পড়তে হতে পারে। আজ আমরা জেনে নেব এমনই চারটি জিনিস সম্পর্কে যা নিয়ে কখনই ট্রেনে ওঠা উচিত না।

১. গ্যাস সিলিন্ডার: অনেক সময় দূরে যারা কাজ করতে যান তারা ট্রেনে করে গ্যাস সিলিন্ডার বয়ে নিয়ে যান। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে এই জিনিসটি বেশি লক্ষণীয়। কিন্তু আপনাদের জানিয়ে রাখি এটি সম্পূর্ণ নিষিদ্ধ। রেলের অনুমতি ছাড়া কখনোই গ্যাস সিলিন্ডার ট্রেনে করে নিয়ে যাওয়া যায় না। আপনি যদি গ্যাস সিলিন্ডার ট্রেনে করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন তাহলে কঠোর জরিমানার মুখোমুখি পড়তে হতে পারে আপনাকে।

Insurance Policy For Gas Cylinder

২. অ্যাসিড: ট্রেনে অ্যাসিড নিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি। যদি কোন ব্যক্তি ট্রেনে করে অ্যাসিড নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন তাহলে তাকে রেলওয়ে আইনের ১৬৪ ধারার অধীনে গ্রেপ্তার করার হতে পারে। এরপরে সেই ব্যক্তির ১০০০ টাকা জরিমানা কিংবা তিন বছরের হাজতবাস হতে পারে।

screenshot 2022 12 29 11 23 22 97

৩. আতশবাজি: অনেক সময় কোন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় কেউ কেউ ট্রেনে করে আতশবাজি বা পটকা নিয়ে যান। কিন্তু এটি সম্পূর্ণ অপরাধ। ধরা পড়লে কারাদণ্ড হতে পারে।

eeb3cd30 4107 11ed bb6c 82755275d414 1664583196770 1666176870997 1666176870997

৪. অস্ত্র: যেকোনো ধরনের অস্ত্র সাথে নিয়ে ট্রেনে যাত্রা করা গুরুতর অপরাধ। ছুরি, ছোরা, বর্শা, তলোয়ার, রাইফেল যেকোনো ধরনের অস্ত্র বহন করলে বহনকারীকে মুখোমুখি হতে হবে শাস্তির। সেই ব্যক্তির বিরুদ্ধে রেলওয়ে আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের হতে পারে। কিন্তু কোন ব্যক্তির যদি অস্ত্র লাইসেন্স থাকে তাহলে তিনি ট্রেনে অস্ত্র বহন করতে পারেন।

gun shootout


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর