মঙ্গলবার ভুল করেও করবেন না এই সকল কাজ, রুষ্ট হবেন হনুমানজি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শাস্ত্র মতে মঙ্গলবার দিনটিকে ভগবান হনুমানের (Hanuman) দিন হিসাবে বিবেচিত করা হয়। এদিকে আবার মঙ্গলগ্রহকে শক্তি, বীরত্ব, সাহস, ভূমি, সেনা, রক্ত, লাল বর্ণ হিসাবেও বিবেচিত করা হয়। পুরাণ মতে বলা হয়, এই দিন হনুমানজির পূজা করলে, দেবতা প্রসন্ন হন, তার আশির্বাদ সর্বদাই ভক্তের উপর বিরাজ করে।

কথিত আছে, যে সকল ব্যক্তির কুণ্ডলীতে মঙ্গল দোষ আছে, সেই সকল ব্যক্তিগণের প্রতি মঙ্গলবার করে হনুমানজির পূজা করা উচিত। বিশেষত এই দিনে এমন কিছু কাজ না করাই শ্রেয়, যার দ্বারা ভগবান বজরাংবলি রাগান্বিত হন।

প্রথমেই জানাব, মঙ্গলবার দিন কখনই দাড়ি কাটা উচিত নয়। কথিত আছে, মঙ্গলবার দাড়ি কাটা অশুভ লক্ষণ, যার ফলে ব্যক্তির উপর মঙ্গল দোষও লাগতে পারে। তাই এই কাজের জন্য বুধবারের দিনটিকে সবথেকে শ্রেয় বলে মনে করা হয়।

মঙ্গলবার দিন সম্ভব হলে নিরামিষ আহার গ্রহণ করুন। আর যদি ব্রত রাখতে পারেন তাহলে লবণ খাবেন না। এই দিন মাছ মাংস না খাওয়াই ভালো।

মঙ্গলবার কাউকে ঋণ দেওয়া বা কারো থেকে ঋণ নেওয়া উচিত নয়। কথিত আছে, এই দিন নেওয়া ঋণ ফেরত দেওয়া দুস্কর হয়ে পড়ে। তাই এইদিন ঋণ দেওয়া না নেওয়া উচিত নয়।

মঙ্গল দোষের প্রভাব কমাতে মঙ্গলবার দিন লাল রঙের পোশাক পরিধান করাই শ্রেয়। ভুল করেও কিনবেন না বা পরবেন না কালো রঙের বস্ত্র।

মঙ্গলবার দিন নখ কাটাও উচিত নয়। এই দিন লক্ষ কাটলে আপনাকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে।

সম্পর্কিত খবর

X