হয়ে যান সতর্ক! মহাষ্টমীর দিন ভুলেও করবেন না এই কাজগুলি, নাহলেই ঘটবে বড় বিপদ

বাংলা হান্ট ডেস্ক: বাংলা এখন উৎসবের (Durga Puja) মুডে। কলকাতার রাস্তাঘাট থেকে শুরু করে, গ্রাম বাংলার পথ ঘাট আলোয় আলোকিত। চারিদিক থেকে ছড়িয়ে পড়েছে আনন্দের রোশনাই, ভেসে আসছে উচ্ছ্বাসের সুর। আর হবে নাই বা কেন! মা এসেছেন বলে কথা। আর সঙ্গে করে নিয়ে এসেছেন একগুচ্ছ সুখ-সমৃদ্ধির ডালা। মায়ের আরাধনায় মত্ত বাঙালিরা। বছরের এই একটা সময় মায়ে রসেবা করার সুযোগ আসে, সেটা হাত ছাড়া করতে চান না কেউই। তাই পুজোয় কোনও খামতি রাখা যায় না।

মহাষ্টমীর (Durga Puja) দিন ভুলেও করবেন না এই কাজগুলি:

এদিকে দেখতে দেখতে চলে এসেছে মহাষ্টমী। এই দিন মায়ের আসল পুজো। এই বিশেষ দিনে কয়েকটি কাজ ভুলেও করবেন না। এবছর তিথি অনুসারে মহাষ্টমী পড়েছে, ১১ অক্টোবর অর্থাৎ শুক্রবার। আর এইদিন মাকে ১০৮ টি নীল কোমল দিয়ে আরাধনা করার রীতি চালু রয়েছে। তাই এমন পবিত্র দিনে বিশেষ কিছু কাজ না করার পরামর্শ দেন সকলে। শাস্ত্রমতে এই দিনে এই কাজগুলি করলে জীবনে নেমে আসে ঘোরতর সঙ্কট। মা দুর্গা ক্ষুব্ধ হয়ে আপনাকে অভিশাপ বর্ষণ করতে পারেন। তাই ভুলেও করবেন না এই কাজগুলি।

কি সেই কাজগুলি দেখুন:
১. চুল কাটা: পুজোর (Durga Puja) সময় সকলেই স্টাইলের জন্য চুল কাটেন। স্বাভাবিকভাবেই বছরের এমন দিনে একটু স্টাইল না করলে চলে। কিন্তু অষ্টমীর মত পবিত্র দিনে চুল কাটা মোটেও শুভ কাজ নয় বলে মনে করেন সকলে। বিশ্বাস অনুসারে, এদিন চুল কাটলে দেবী রুষ্ট হতে পারেন। এমনকি আপনাকে কুদৃষ্টি বর্ষণ করতে পারেন। তাই অষ্টমীর দিন এসব কাজ করা থেকে বিরত থাকুন। শুধু চুল নয় নখ দাড়ি, কিছুই কাটবেন না।

২. আমিষ ভক্ষণ: মহাষ্টমীর মতো মাঙ্গলিক দিনে ভুলেও আমিষ খাওয়ার চিন্তা করবেন না। বর্তমান যুগে আমরা নিয়মনিষ্ঠা করে কিছুই তেমন মানিনা। পুজোর আনন্দে বাইরে রাস্তা ঘাটে যা পারি তাই খেয়ে নিই। অন্যান্য দিন খেলেও মহাষ্টমীর দিন আমিষ খাওয়া থেকে দূরে থাকুন। শাস্ত্র অনুসারে, আমিষ খাওয়া গুরুপাপ বলে গণ্য করা হয়।

Don't do this mistake on Maha Ashtami Durga Puja.

৩. বেলা পর্যন্ত ঘুমনো: শাস্ত্রে উল্লেখ রয়েছে, যেকোনও পবিত্র দিনে বেলা পযর্ন্ত ঘুমনো অমঙ্গলের লক্ষণ। তাই মহাষ্টমীর মতো পবিত্র দিনে বেলা পর্যন্ত ঘুমাবেন না। সকাল সকাল স্নান সেরে দেবীর আরাধনা করুন। এতে জীবনে সুখ-সমৃদ্ধি ফিরে আসবে।

আরও পড়ুন: আপনার টাকা ভুল ব্যক্তির কাছে আর যাবে না, বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে RBI, জানলে উঠবেন চমকে

৪. তুলসী ঘর অন্ধকার: প্রত্যেকটি হিন্দুদের বাড়িতে তুলসী মঞ্চ থাকবেই থাকবে। তবে শুধু অষ্টমী নয় দেবীর পুজোয় এই বিশেষ কয়েকটি দিন তুলসী ঘর অন্ধকার করে রাখা উচিত নয়। মনে রাখবেন তুলসী হচ্ছে মা লক্ষ্মীর অপর আরেক রূপ। তাই এই বিশেষ দিনগুলিতে তুলসী মঞ্চ অন্ধকার রাখলে মা দুর্গার পাশাপাশি দেবী লক্ষ্মীও রুষ্ট হতে পারেন। তাই সাবধান হয়ে যান।

আরও পড়ুন: টিম ইন্ডিয়াতে আর সুযোগ পাবেন না এই কিংবদন্তি খেলোয়াড়? রঞ্জি ট্রফিতেও মিলল না চান্স

কালো রঙের পোশাক: মহা অষ্টমীতে কালো রঙের পোশাক পরিধান করা থেকে এড়িয়ে চলুন। মনে রাখবেন, কালো রং হচ্ছে অশুভ শক্তির বাহক। এর মাধ্যমে সংসারে নেতিবাচক শক্তির উত্থান হয়। তাই সংসারের মঙ্গল চাইলে অষ্টমীর দিন কালো রঙের পোশাক পরা এড়িয়ে চলুন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর