জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে মঙ্গলবার ভুলেও করবেন না এই কাজ, পাবেন হনুমানজির আশীর্বাদ

   

বাংলাহান্ট ডেস্কঃ রাম ভক্ত হনুমানের (Hanuman) কথা আমরা কম বেশি সকলেই রামায়ণের গল্পে পড়েছি। তবে কিন্তু হনুমান ভক্ত হতে গেলে বেশ কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রতি মঙ্গলবার করে মেনেও চলতে হবে সেই সকল বিষয়। নাহলে রুষ্ট হবেন হনুমানজি।

পবন পুত্র হনুমান, পবন পুত্র না হলেও পুরাণ মতে তিনি এই নামেই পরিচিত। সংকটমোচী হনুমানের দিন হিসাবে সপ্তাহের মঙ্গলবার দিনটিকে ধার্য করা হয়। এই দিন বাড়িতে কিংবা মন্দিরে বজরংবলী বা হনুমানের পুজো করা হয়।

Keep this special picture of Hanumanji at home, the treasury will always be full

মঙ্গলবার দিনকে কোন প্রাণী হত্যা করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই এই দিন নিরামিষ আহার গ্রহণ করাই মঙ্গল। তবে যদি আপনি আমিষ আহার গ্রহণ করেন, তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে বেশ কয়েকটি দূর্যোগ।

hbuygdugb

পুজোর উপকরণঃ সবসময় হনুমানজির পুজোর সময় বেশ কয়েকটা জিনিস ভালো করে মনে রাখবেন। সর্বদা হনুমানজির পুজোর সামগ্রীতে একটি তুলসির মালা, জেসমিন তেল, শ্রী রাম লেখা একটি লাল পতাকা, কমলা সিঁদুর এবং লাল মিষ্টি অবশ্যই রাখবেন।

kbcbjvgcd

মনের জোরঃ হনুমানজি হলে সংকটমোচী। তাই তাঁর আরাধনা করলে সমস্ত ভয় ভীতি মন থেকে দূর হয়ে যায়। তবে আপনি যদি মঙ্গলবার করে আমিষ খাওয়া ত্যাগ না করতে পারেন, তাহলে মনের জোর ধীরে ধীরে কমতে শুরু করবে।

সম্পর্কে অশান্তি

পারিবারিক অশান্তিঃ হনুমানজিকে এক মনে স্মরণ করলে মনে শান্তি প্রতিষ্ঠা হয়। তবে আপনি যদি মঙ্গলবার করে মাছ, মাংস জাতীয় আমিষ আহার ভক্ষণ করেন, তাহলে হনুমানজি বেজার রুষ্ট হতে পারেন। আপনার পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হতে পারে।

money saved

অর্থ সংকটঃ হনুমানজিকে সন্তুষ্ট রেখে সকলেই সবরকম সংকট থেকে মুক্তি পেতে চান। কিন্তু মঙ্গলবার দিন আমিষ আহার গ্রহণ করলে, হনুমানজি আপনার উপর ক্ষিপ্ত হতে পারে। আপনার জীবনে অর্থ সংকট দেখা দিতে পারে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর