ডিম প্রিয় বাঙালির ডিম খেতে ভয় কীসে?ভেজাল আশঙ্কায় রাজ্যবাসী

বাংলা হান্ট ডেস্ক : ডিমভাত আলুভাতে যে কোনো বাঙালি মজে যান যে কোনো ভাবেই।তবে শুধু ডিমে ছিল না এতদিন ভেজাল আশঙ্কা, এ বার সেই ডিমেও ভেজালের আশঙ্কায় কেঁপে উঠল রাজ্য৷ শুধু ভেজাল নয় , একেবারে কৃত্রিম ‘প্লাস্টিক ’ ডিম ! তিলজলার বাসিন্দা অনিতা কুমারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ও পুরসভা একদিন আগেই নড়েচড়ে বসেছিল৷

জানা গেছে ,শুক্রবার সেই প্রশাসনই ঝাঁপিয়ে পড়ল ভেজাল ডিম ধরতে৷ এ দিন সকালেই পার্ক সার্কাস বাজারের অভিযুক্ত ডিম বিক্রেতা মহম্মদ সামিম আনসারিকে গ্রেন্তার করে কড়েয়া থানার পুলিশ৷

এমনকী সন্ত্রস্ত ডিম বিক্রেতারাও৷ অসহায় অবস্থা আমজনতার৷ তাঁদের প্রশ্ন, খালি চোখে আসল -নকল চেনার উপায় কী ? সোদপুরের গৃহবধূ কান্তা দে উদ্বেগপ্রকাশ করে বলেন , ‘বাড়িতে প্রায় রোজই ডিমের কিছু না কিছু হয়৷ প্লাস্টিক ডিমের কথা শোনার পর থেকে ডিম খাওয়া তো দূরের কথা , কেনার সাহসও হচ্ছে না৷ ’ শুক্রবার দুপুরে মেয়র পারিষদ (স্বাস্থ্য ) অতীন ঘোষ আচমকা হানা দেন শিয়ালদহের মণীন্দ্র মিত্র রো -এর ডিমপট্টিতে৷ ধৃত সামিম যেখান থেকে গত ২৪ মার্চ ১.১৭ লাখ টাকার ডিম কিনেছিলেন পাইকারি হিসেবে , সেই রামকৃষ্ণ সারদা ট্রেডার্স নামের সংস্থা থেকে ডিমের নমুনা সংগ্রহ করেন পুর -আধিকারিকরা৷

376d2 img 20190628 wa0268 ’এবার অপেক্ষায় ডিমভয় থেকে কবে বেরোবে রাজ্যবাসী।

সম্পর্কিত খবর