আর অধিনায়ক বিরাট কোহলির মুখ দেখতে চান না হরভজন! দেখালেন আশ্চর্য কারণ  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Team India) পরের মাসে এই সময় ব্যস্ত থাকবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final) নিয়ে। ৭ই জুন থেকে ইংল্যান্ডের ওভালে আয়োজিত হবে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টুর্নামেন্টের প্রথম ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল লর্ডসের মাটিতে। এবার অবশ্য বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন ভারতকে হারের মুখ দেখতে হয়েছিল।

কিন্তু এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে ভারতীয় দল চোট আঘাতে জর্জরিত। অনেক আগেই ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা। রিশভ পন্থ গাড়ি দুর্ঘটনায় আহত হয় দীর্ঘদিন মাঠের বাইরে। পিঠের চোটের চিকিৎসার কারণে শ্রেয়স আইয়ারও এখন ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না। এর মধ্যে আইপিএল চলাকালীন আরও বিপাকে পড়েছে ভারত।

আইপিএল চলাকালীনই দলের নির্ভরযোগ্য ব্যাটার লোকেশ রাহুল এবং স্কোয়াডের একমাত্র বাঁ-হাতি পেসার জয়দেব উনদকাট চোট পেয়েছেন এবং তারা ভারতের স্কোয়াডে যোগ দিতে পারবেন কিনা, সেই নিয়ে বড় রকমের সন্দেহ রয়েছে। ফলে বেশ চাপে পড়ে গিয়েছেন রোহিত শর্মা ও ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট।

rohit test team

রবি শাস্ত্রী এর মধ্যে একটি অপ্রত্যাশিত পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যদি এমন হয় যে দলের অধিনায়ক রোহিত শর্মা চোটগ্রস্থ হন, তাহলে যেন বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়। অতীতে অধিনায়ক রোহিত চোটের জন্য ভারতীয় দলের একাধিক সিরিজ মিস করেছেন। আর কোহলির নেতৃত্বে ভারতীয় টেস্ট দলের পারফরম্যান্স যথেষ্ট ভালো। সম্প্রতি তিনি আরসিবির প্রয়োজনে তাদের নেতৃত্বও দিয়েছেন।

তবে এই ধারণার সঙ্গে একেবারেই একমত হতে পারছেন না প্রাক্তন ভারতীয় অপসিন আর হরভজন সিং। তিনি মনে করেন অধিনায়ক বিরাট কোহলির দিন শেষ হয়ে গিয়েছে, এখন প্রয়োজনে রোহিতার বদলে যদি তাকে ফের অধিনায়ক করা হয় তাহলে এটাই প্রমাণিত হবে যে রোহিতের সময় শেষ হলে কার হাত ধরে এগোতে হবে সেই বিকল্প ভারতীয় দল খুঁজে পায়নি। তাই তিনি চান না যে বিরাট কোহলিকে আবার অধিনায়ক করা হোক।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর