একেই বলে আত্মসম্মান! একটি পা না থাকলেও ক্রাচের সাহায্যেই বইছেন বস্তা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: কোনো কষ্টকর কাজ করতে গেলেই আমরা প্রায়শই বিভিন্ন রকমের অজুহাত দেওয়ার চেষ্টা করে তা এড়িয়ে যেতে চাই। এমনকি, একটি সময়ে সেটা রীতিমতো অভ্যাসে পরিণত হয়ে যায়। যদিও, কিছু কিছু মানুষ রয়েছেন যাঁরা তাঁদের সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখেই জীবনযুদ্ধে লড়াই করে যান। আর এভাবেই মনের জোর এবং আত্মসম্মানকে সম্বল করেই তাঁরা সকলের কাছে হয়ে ওঠেন এক অনুপ্রেরণার উৎস। এমনকি, এই সংক্রান্ত একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

তবে সম্প্রতি এমন একটি ভিডিও সামনে এসেছে যা রীতিমতো ছুঁয়ে গিয়েছে প্রত্যেকের মনের মণিকোঠা। পাশাপাশি সেটি প্রমাণ করে দিয়েছে যে, মনের জোর থাকলেই জীবনের চলার পথে আসা সমস্ত বাধাকে এড়িয়ে যাওয়া সম্ভব। আর সেই কারণেই ভিডিওটি দেখতে পাল্লা দিয়ে ভিড় জমাচ্ছেন নেটিজেনরা। মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে দেখা গিয়েছে। যাঁর একটি পা নেই। যদিও, তিনি প্রতিবন্ধকতাকে জয় করেই ক্রাচের সাহায্যে করে চলেছেন কঠোর পরিশ্রম। শুধু তাই নয়, বইছেন ভারি বস্তাও। আর এই দৃশ্য দেখেই স্তম্ভিত হয়েছেন সকলে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমরা সকলেই দিনের বেশ কিছুটা সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে কাটাই। যেখানে খুব সহজেই দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেটের পাশাপাশি পাওয়া যায় নানান মজাদার পোস্ট। সর্বোপরি, সেখানে মেলে ভাইরাল হওয়া সব ভিডিও। যেগুলি মনোরঞ্জনের জন্য দেখতে পছন্দ করেন নেটিজেনরা। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে, যা কার্যত শিক্ষা দিয়ে যায় সবাইকে। এই ভিডিওটির ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটে নি।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে? মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ওই শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিটি একটি পা ছাড়াই ক্রাচের সাহায্যে লরি থেকে ভারি সিমেন্টের বস্তা মাথায় বয়ে নিয়ে চলেছেন। যেখানে বাকিরা সুস্থ-স্বাভাবিকভাবে এই কঠিন পরিশ্রম করছেন সেখানে ওই ব্যক্তি সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই নিজের কাজ করে চলেছেন।

https://twitter.com/tarksahitya/status/1552192619538616322?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1552930630740062208%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.indiatimes.com%2Fhindi%2Ftrending%2Fviral-video-of-disabled-man-lift-sack-576021.html

এদিকে, এই ভিডিওটিই বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে দর্শক এবং লাইক সংখ্যাও। এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ জন ভিডিওটি দেখে ফেলেছেন। @tarksahitya নামের একটি টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। যেটি দেখে সকলেই ওই ব্যক্তির মনের জোরকে কুর্ণিশ জানিয়েছেন। পাশাপাশি, নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “একেই বলে আত্মবিশ্বাস! আপনাকে স্যালুট”। এছাড়াও, আরেকজন লিখেছেন, “এমন প্রতিবন্ধী মানুষকে এইরকম কাজ করতে আগে কখনও দেখিনি। সত্যিই অনুপ্রেরণা পেলাম”।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর