‘চাচা, শরিয়তে দখল দিও না!’, তালিবানের সমালোচনা করায় হুমকি জাভেদ আখতারকে!

বাংলা হান্ট ডেস্ক : তালিবানের সমালোচনা করে বিপদে পড়লেন জাভেদ আখতার (Javed Akhtar) এই ভারতীয় কবি, গীতিকার, স্ক্রিন রাইটারকে এবার সরাসরি হুমকি দিল কট্টরপন্থী তালিবান (Taliban) মদতপুষ্ট টুইটার হ্যন্ডেল। জানা যাচ্ছে, জাভেদ তালিবানের মহিলা শিক্ষার উপর নিষেধাজ্ঞা জারির ঘটনাকে নিয়ে সমালোচনা করেন। আর তারপরই একাধিক টুইটার হ্যান্ডেল থেকে হুঁশিয়ারি দেওয়া হল তাঁকে। ঘটনায় তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি।

কী এমন বলেছিলেন জাভেদ আখতার? গতকাল নিজের টুইটার হ্যান্ডেল থেকে তালিবানের সমালোচনা করে একটি পোস্ট করেন এই ভারতীয় গীতিকার। তিনি লেখেন, ‘ইসলামের দোহাই দিয়ে সমস্ত মহিলাদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কর্মক্ষেত্রেও। কেন ভারতের মুসলিম বোর্ড বা ইসলামিক পন্ডিত মহল নিশ্চুপ? কেন তাঁরা এই ঘটনার সমালোচনা করছেন না? তাহলে কি তাঁরা তালিবানকে সমর্থন করছেন?’

screenshot 2023 01 06 at 12.34.46 pm

এই মন্তব্যের পরই ওঠে সমালোচনার ঝড় ওঠে তালিবানের পক্ষ থেকে। ‘আল হিন্দ’ নামে একটি টুইটার হ্যন্ডেল লেখে, ‘শ্যাম বিহারি থেকে চতুর্থ পাশ, তুই শরিয়তের ব্যাপারে বেশি নাক গলাস না।’ আদিল সাইন, নামে অপর একটি টুইটার হ্যান্ডেল লেখে, ‘জাভেদ ভাই, নিজের দেশের সমস্যাগুলো আগে সামালান, তারপর অন্য দেশের দিকে তাকাবেন। কিন্তু না, আপনি তো আপনিই! বয়স হলে লোকের ভীমরতি হয়, তাই দোষটা আপনার নয়, বয়সের।’

screenshot 2023 01 06 at 12.35.07 pm

জাভেদ আখাতারের ওই টুইটের আলোচনা শুরু হয় ভারতেও। দিলীপ পাঞ্চোলি নামে এক টুইটার হ্যন্ডেল থেকে ভারতীয় মুসলিম বোর্ডকে কটাক্ষ করে লেখা হয়, ‘তারা এখন আগে হিজাব পরে কিতাব -এ ব্যস্ত। যখন সবাইকে হিজাব পরানো হয়ে যাবে তখন তারাও কিতাব বন্ধ করে দেবে।’ নীলিমা পাওয়ার নামে একটি টুইটার হ্যন্ডেলে লেখা হয় ‘ভারতের ৯৯ শতাংশ মুসলিম চায় ভারতে শরিয়ত আইন লাগু হোক। সেই কারনেই শ্রদ্ধার ৩৫ টুকরো হলেও সবাই চুপ ছিল। ভারতীয় মুসলিম গজবায়ে হিন্দের স্বপ্ন দেখে। যারা শরিয়ত মানে না তারা সবাই কাফের।’

Sudipto

সম্পর্কিত খবর