মানিপ্লান্টের যত্ন না নিলে হতে পারে এই বিপদ

বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক  বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে  এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া  সম্ভব।

বাস্তুমতে আমাদের অর্থভাগ্য ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে মানপ্লান্ট। ফেং শুই অনুসারে মানিপ্লান্ট অর্থের সাথে সাথে অন্যান্য ক্ষেত্রেও পজিটিভিটি নিয়ে আসে। তবে মানিপ্লান্ট কে সঠিকভাবে যত্ন না নেওয়া হলে তা আপনার এবং আপনার পরিবারের জন্য ক্ষতি কারন হয়ে উঠতে পারে।

succulents plant green grows decoration close up royalty free thumbnail

আপনি কখনোই বাড়ির উত্তর-পূর্ব কোনে কখনও এই গাছটি রাখবেন না৷ যদি বাড়ির এই কোনে এই ধরণের মানিপ্লান্ট রাখা হয় তবে, তা আপনার অর্থনৈতিক জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে৷ কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা থাকছে। চাকুরিজীবীদের বরখাস্ত করা হতে পারে। একইসাথে আপনার পরিবার, বন্ধু ও নিকটাত্মীয়দের সাথে হতে পারে মণোমালিন্য।

মানিপ্ল্যান্ট গাছ বাড়ির বাগানে না পুঁতে টবের মধ্যে রোপন করুন৷  খেয়াল রাখবেন মানিপ্ল্যান্ট  গাছ যেন কোনো অবস্থাতেই মরে না যায়৷ ৷ গাছটির যত্ন নিন কারন এই গাছ যদি যত্নের অভাবে মারা যায় তাহলে তা আপনার জীবনে চরম দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে।

সম্পর্কিত খবর