আতঙ্কিত হবেন না, বাংলায় বেড পর্যাপ্ত রয়েছে, করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণেঃ মুখ্যসচিব

বাংলাহান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে (West bengal) লাগাতার বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আতঙ্কে রয়েছে গোটা রাজ্যবাসী। এই বাড়তে থাকা আতঙ্কের মধ্যে এক বড় বার্তা দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা (Sinha Dr Rajiv)। তাঁর করা বক্তব্যের ভিত্তিতে তৈরি হয়েছে উদ্বেগ। বাংলায় যেখানে প্রতিদিনই নতুন নতুন করোনা মৃতের খবর পাওয়া যাচ্ছে, তাঁর মধ্যে মুখ্যসচিবের এই দাবীতে উঠছে নানান প্রশ্ন।

মুখ্যসচিবের দাবী
শনিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিবের করা মন্তব্যের জেরে স্বস্তির বদলে উল্টে আতঙ্কিত হয়ে রয়েছে মানুষজন। তিনি দাবী করেছেন, ‘আগামীতে কলকাতার সঙ্গে গ্রামাঞ্চলেও করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও, আতঙ্কিত হবার কিছু নেই। পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি। দ্রুতই আমরা স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধির ব্যবস্থা করছি’।

aaaaa 1

নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থতি
এদিন মুখ্যসচিব দাবী করেছেন, প্রতিদিন ১০০ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও, এখনও রাজ্যে করোনা শয্যার কোন অভাব ঘটেনি। কলকাতাতেই ফাঁকা শয্যা রয়েছে প্রায় ১,৫০০। সেইসঙ্গে কমছে মৃতের পরিমাণও। তাই আতঙ্কিত হবার কিছু নেই, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণেই রয়েছে।

30 coronavirus 660

বাংলায় করোনা আক্রান্তের পরিমাণ
তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ১৪,৭০৯ জন করোনা রোগীর মধ্যে বর্তমানে বাড়িতে চিকিৎসা চলছে প্রায় ১০,৫০০ জনের। এই উপসর্গহীন মানুষের পরিমাণ মোট আক্রান্তের ৭০ শতাংশ। ৬৬০ জনের অবস্থা গুরুতর হলেও, সামান্য সঙ্কটজনক অবস্থায় রয়েছেন ১,২৫০ জন। ২,২০০ জনের শরীরে রয়েছে মৃদু সংক্রমণ। অর্থাৎ মোট ১০ কোটি জনসংখ্যার মধ্যে এই মুহুর্তে করোনা রোগির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১,৯০০।


Smita Hari

সম্পর্কিত খবর