বুমরাকে এশিয়া কাপ খেলানোর প্রয়োজন নেই! পাকিস্তানকে দেখে ভয়ে মন্তব্য ভারতীয় ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে চলতি আগস্ট মাসেই প্রত্যাবর্তন করেছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় সারির দলের অধিনায়ক হিসেবে গিয়েছিলেন তিনি এবং সেখানে দুটি টি-টোয়েন্টি ম্যাচে অসাধারণ বোলিং করেছেন। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ম্যাচ ও প্রথম সিরিজে ম্যাচ সেরা ও সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন তিনি।

দীর্ঘদিন পরে চোট কাটিয়ে প্রত্যাবর্তন করেছেন তিনি ২২ গজে। বিসিসিআইও তার পারফরম্যান্স অফ ফিটনেস দেখে সন্তুষ্ট। তাই আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে তাকে জায়গা দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে ভারতের অভিধান আরম্ভ হবে ওই টুর্নামেন্টে। কিন্তু তার আগে ভারতের তারকা পেসারকে নিয়ে একটা আর্জি ভেসে এলো ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে।

   

bumrah through

আজ পাকিস্তান এশিয়া কাপে নবাগত নেপালের বিরুদ্ধে মাঠে নেমেছে। অনভিজ্ঞ ও তরুণ দলটির বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই অসাধারণ পারফরম্যান্স দেখা গিয়েছে। কিন্তু ম্যাচ চলাকালেন কিছু এমন দৃশ্য দেখা গিয়েছে যা দেখে ভয় পেয়ে গিয়েছেন ভারতের ক্রিকেট ভক্তরা।

আজ বল হাতে রান তাড়া করতে না আমার নেপালকে ইনিংসের শুরুতেই ধাক্কা দেন শাহীন আফ্রিদি। জোড়া উইকেট তুলে নিয়ে তিনি প্রথম থেকেই নেপালের ব্যাটিংকে ব্যাকফুটে ঠেলে দেন। কিন্তু নিজের প্রথম স্পেল সম্পূর্ণ করার পর তাকে রীতিমত হাঁফাতে দেখা গিয়েছে মাঠে। একই অবস্থা হয়েছে ফাস্ট বোলার হ্যারিস রাউফের-ও। দুজনকেই তাদের প্রথম স্পেল সম্পূর্ণ হওয়ার পরে মাঠ থেকে সরিয়ে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রথম ম্যাচেই সুপারহিট বাবর! এশিয়া কাপের মঞ্চে ভাঙলেন কোহলির বিরাট রেকর্ড

বছরের এই সময় পাকিস্তানের মারাত্মক গরম সহ্য করতে পারছেন না পেসাররা। শ্রীলঙ্কাতেও পুরোপুরি একই রকম আবহাওয়া না থাকলেও ভালোই গরম থাকবে, এমনটা আশা করা যাচ্ছে। এমন অবস্থায় মাঠে নেমে যদি বুমরা আবার চোট পান, তাহলে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে যেতে পারেন তিনি। আর এই আগুন ঝড়ানো মরশুমে পায়ে ক্র্যাম্পের কারণে মাংসপেশির চোটের সম্ভাবনা সত্যিই উড়িয়ে দেওয়া যায় না। অন্তত যদি পাকিস্তানের বিরুদ্ধে নাও হয় তাহলেও এশিয়া কাপের নিজেদের গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ নেপালের বিরুদ্ধে বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভেবে দেখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর