সিঁড়ির নীচে বা সিঁড়ির আশেপাশে রাখতে নেই যে জিনিসগুলি

বাংলাহান্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক  বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে  এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া  সম্ভব। আবার ভুল ব্যবহারে হতে পারে মারাত্মক বিপদ।

আমাদের প্রায় সকলের বাড়িতেই সিঁড়ি আছে । আপনি কি জানেন সিঁড়ি আমাদের জীবনে মারাত্বক প্রভাব। অনেক জিনিস আছে সিঁড়ির নীচে বা সিঁড়ির আশেপাশে রাখতে নেই। এগুলি রাখলে আপনার জীবনে  জীবনে চরম বিপদ নেমে আসতে পারে

stairs2

সিঁড়ির নীচে রাখা যাবে না—

  1. সিড়ির বাথরুম বা রান্না ঘর রাখবেন না। এতে শরীরে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়তে পারে।
  2. সিঁড়ির নীচে শোয়ার ঘরও রাখতে নেই। এতে শরীর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকা।
  3. ঠাকুর ঘর বাড়ির সব থেকে শক্তিশালী ও পজেটিভ জায়গা।
  4. ঠাকুর ঘর সিঁড়ির নীচে থাকলে তা মারাত্বক খারাপ প্রভাব ফেলে।
  5. সিঁড়ির নীচে রাখা যাবে না কোনও ইলেকট্রনিক্স জিনিসও। রাখা যাবে না জল ও।

 

সিঁড়ির নীচে রাখা যাবে—

  1. • সিঁড়ির নীচে ঝাড়ু গাড়ি, সাইকেল রাখতে পারেন যা আমাদের নিরন্তর এগিয়ে চলাকে নির্দেশ করে।
  2. • সিঁড়ির নীচে জুতো ও ঝাড়ু রাখার ব্যবস্থা ও করা যেতে পারে।

সম্পর্কিত খবর