খুব সাবধান! এইসব বিষয় ভুলেও সার্চ করবেন না Google’য়ে, নাহলেই নিশ্চিত জেল! দেখুন উত্তরটা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজকাল পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষের হাতেই রয়েছে স্মার্টফোন। ডিজিটাল যুগে গুগলের আশীর্বাদে জীবনযাত্রার বদল এসেছে পুরো মাত্রায়। কোনো কিছু সার্চ করা থেকে জিপিএস ম্যাপ খুলে গন্তব্যে পৌঁছানো, সবকিছুই সম্ভব মোবাইলের একটা ক্লিকেই। মোবাইল হোক কিংবা কম্পিউটার-ল্যাপটপ, গোটা বিশ্বজুড়ে গুগল (Google) ব্যবহারকারীর সংখ্যা কয়েকশো কোটি।

গুগলে (Google) সার্চ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

পড়াশোনার বিষয় থেকে শুরু করে সাধারণ জ্ঞান, সিনেমা ডাউনলোড থেকে শুরু করে উইকিপিডিয়া, গুগলে (Google) সার্চ করলে পাওয়া যায় না এমন বিষয় সত্যিই নেই। তবে গুগলে সার্চ করার ক্ষেত্রে ব্যবহারকারীদের কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। বেশ কিছু বিষয় (Topic) রয়েছে যেগুলি গুগলে কখনোই সার্চ করা উচিত নয়।

Don't search these topics on Google

এই ধরনের বিষয়গুলি গুগলে (Google) সার্চ করা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। এমন কিছু বিষয় রয়েছে যেগুলি আইনের চোখে অপরাধ। তাই সেই বিষয়গুলি নিয়ে গুগলে যদি সার্চ করেন তাহলে অপরাধ দমন শাখার নজরদারিতে চলে আসতে পারেন আপনিও। কোন কোন বিষয়ে গুগলে সার্চ করবেন না সেটিই আজ জেনে নেব এই প্রতিবেদনে।

আরোও পড়ুন : জোর বিপাকে শুভেন্দু? ৭ দিনের মধ্যে ক্ষমা না চাইলে…! আইনি নোটিশ পাঠালেন শওকত

• বোমা বা আগ্নেয়াস্ত্র তৈরির পদ্ধতি সম্পর্কে কখনোই সার্চ করা উচিত নয়। এই ধরনের সার্চ করলে আপনি চলে আসতে পারেন দেশের নজরদারি সংস্থার আওতায়। বোমা বা আগ্নেয়াস্ত্র তৈরি সম্পূর্ণ বেআইনি। তাই এই ধরনের প্রশিক্ষণ মূলক প্রবন্ধ বা ভিডিও দেখা এড়িয়ে চলুন।

• বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই চাইল্ড পর্নোগ্রাফি নিষিদ্ধ। গুগলে কখনোই চাইল্ড পর্নোগ্রাফি সম্পর্কিত সার্চ করবেন না।

• গর্ভপাত সম্পর্কিত বিষয় সার্চ করা উচিত নয় গুগলে। ভারতে গর্ভপাত আইনত নিষিদ্ধ। তাই এই ধরনের অনুসন্ধান চালালে সমস্যায় পড়তে পারেন।

Don't search these topics on Google

• অনেকেই রয়েছেন যারা বিনামূল্যে সিনেমা ডাউনলোড করার জন্য শরণাপন্ন হন গুগলের। তবে পাইরেসি আইনত অপরাধ। তাই বিনামূল্যে সিনেমা দেখার লোভে অবৈধ ওয়েবসাইটে ভিজিট করবেন না।

• এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড বা ধর্ষণের সাথে যুক্ত রয়েছে এমন ব্যক্তির নাম গুগলে সার্চ করা উচিত নয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X