বাংলা হান্ট ডেস্ক: আচার্য চাণক্য (Acharya Chanakya) ছিলেন ভারতের একজন মহান রাজনীতিবিদ, কূটনৈতিক বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদ। পাশাপাশি, সমাজের প্রতিটি বিষয়েও গভীর জ্ঞান এবং অন্তর্দৃষ্টি ছিল তাঁর। এমতাবস্থায়, চাণক্য নীতিতে (Chanakya Niti) এমন অনেক প্রসঙ্গের উপস্থাপিত করা হয়েছে, যেগুলি মেনে চললে একজন ব্যক্তি কখনোই তাঁর জীবনে পিছিয়ে পড়বেন না। শুধু তাই নয়, চাণক্য নীতি অনুযায়ী জীবনে চলার পথে এই ৭ টি কথা কাউকে জানানো উচিত নয়। নাহলেই হতে পারে বড় সমস্যা। বর্তমান প্ৰতিবেদনে ওই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
১. চাণক্য নীতি অনুযায়ী, আপনার অর্থ এবং আর্থিক পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য কখনোই কারোর সাথে ভাগ করবেন না।
২. আপনার জীবনে থাকা দুঃখের বিষয়টিও অযথা কারোর সাথে ভাগ করে নেওয়া উচিত নয়। কারণ, অনেকেই সেটির সুযোগ নিতে পারেন।
৩. চাণক্য নীতি অনুসারে, জীবনের কোনো গোপন তথ্য হঠাৎ করে কারোর কাছে প্রকাশ করবেন না। বরং, সেগুলি নিজের কাছে রাখাটাই শ্রেয়।
৪. কখনোই সম্মান পেলে সেটিকে নিয়ে গর্ব করবেন না বা অহংকারী হয়ে উঠবেন না।
৫. চাণক্য নীতি অনুযায়ী, কখনোই নিজের অপমানের কথা অন্যের কাছে তুলে ধরবেন না।
৬. পাশাপাশি, আপনি যদি কারোর কাছ থেকে প্রতারিত হয়ে থাকেন সেই বিষয়টিও অযাচিতভাবে কাউকে জানাতে যাবেন না। নাহলে সবাই আপনাকে বোকা এবং দুর্বল মনে করতে পারেন। এদিকে চাণক্য নীতির মতে, কোনো ব্যক্তিকে আপনার দুর্বলতার বিষয়টি জানিয়ে দিলে আপনি তাঁকে আপনার উপর আধিপত্য বিস্তারের সুযোগ করে দিচ্ছেন। যার ফলে হিতে বিপরীত হতে পারে।
৭. এছাড়াও, চাণক্য নীতি অনুযায়ী কাউকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানিয়ে দেবেন না।