রেল স্টেশনে চিপস্, বিস্কুটের প্যাকেট ফেলছেন? হয়ে যান সাবধান! এবার গুনতে হবে মোটা টাকা

বাংলাহান্ট ডেস্ক : ছোটবেলা থেকে আমরা শিখে আসছি পরিচ্ছন্নতাই হল সুন্দর পৃথিবীর মূল চাবিকাঠি। তবে বাস্তব জীবনে আমরা এই কথার প্রয়োগ আদৌ কি করি? রাস্তাঘাট থেকে শুরু করে রেলস্টেশন, আমাদের দেশে যত্রতত্র দেখা যায় আবর্জনা। তবে পূর্ব রেল সর্বদা স্টেশন ও রেলওয়ে ট্র্যাক পরিস্কার রাখতে বদ্ধপরিকর।

রেলের পক্ষ থেকে ‘পরিচ্ছন্ন রেল’ নীতি বাস্তবায়নের জন্য নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। আমাদের দেশে রেলের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন ট্রেনের মাধ্যমে। তবে অধিকাংশ মানুষ স্টেশন ও ট্রেন পরিষ্কার রাখার ব্যাপারে উদাসীন। প্ল্যাটফর্ম ও রেলওয়ে ট্র্যাকে প্রায়ই দেখা যায় নোংরা আবর্জনা পড়ে থাকতে।

আরোও পড়ুন : ইতিহাসের সাক্ষী হতে ভোর থেকেই লাইন! যাত্রী নিয়ে ছুটল দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো

রেলের পরিবেশ দূষিত করার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দায়ী থাকেন যাত্রীরা। অনেক যাত্রী খাবার খাওয়ার পর খাবারের টুকরো বা প্যাকেট ফেলে দেন  ট্রেনে বা স্টেশনেই। যাত্রীদের এহেন উদাসীনতা বারবার ব্যাহত করে রেলওয়ে কর্তৃপক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রচেষ্টাকে।

আরোও পড়ুন : IIT, IIM ছেড়ে এবার TATA’র নজরে বাংলার ডিগ্রী কলেজ! ৩২ জন পড়ুয়া পেলেন প্রচুর মাইনের চাকরি

অনেকে আবার ট্রেনের মধ্যেই খাবারের প্যাকেট, র‌্যাপার, টিস্যু, জলের বোতল ইত্যাদি ফেলে রেখে যান। এর ফলে অপরিচ্ছন্ন হয়ে ওঠে রেলের কামরা। তাই সর্বদা রেলের পক্ষ থেকে প্রচার চালানো হয় এই ধরনের জিনিস সর্বদা নির্দিষ্ট ডাস্টবিনে যেন ফেলেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, স্টেশন ও ট্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যাত্রীদের।

indian railways station

আমরা পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বায়ো-টয়লেট, অটোমেটেড ট্র্যাক ক্লিনিং মেশিন ইত্যাদি নানা আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছি। তবুও একশ্রেণীর যাত্রীরা উদাসীন। তবে রেল সূত্রে জানা যাচ্ছে, এতকিছুর পরেও যদি যাত্রীরা ইচ্ছাকৃতভাবে স্টেশন ও ট্রেন নোংরা করেন তাহলে তাদের পড়তে হবে চরম শাস্তির মুখে। সেক্ষেত্রে যাত্রীদের উপর ধার্য হতে পারে মোটা অংকের জরিমানা।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর