গলায় গামছা নিয়ে লোকাল নেতাদের বিশ্বাস না করার উপদেশ দিলেন মমতা ব্যানার্জী, বললেন-সব মানুষকে আপন করে নিতে হবে

এদিন শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলন প্রসঙ্গে মমতা বলেন, বিজেপি জনপ্রতিনিধিরা এখন  আলোচনার কথা বাদ দিয়ে গুলি করার কথা বলছেন।  ফলে বুঝতে হবে দেশ এখন সবচেয়ে বিপদের মধ্যে রয়েছে। এটা প্রমাণ হয়ে গিয়েছে। এদিন মমতা বলেন দেশে একটা বিভাজন চালানোর চেস্টা করে চলছে বিজেপি। ধর্ম, জাতপাত এসব নিয়ে রোজ অসান্তি চালাচ্ছে।

সাধারন কথায় বা সাধারনভাবে কোন কিছু মিটিয়ে নেওয়ার জন্য চেশটা করেনা সব সময় গুন্ডাগিরি চালিয়ে যায় বিজেপি।  তারপর আবার সীমান্ত শহর বনগাঁয় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোর সাফ ঘোষণা, লোকাল নেতাদের উপর দল চলে না৷ দল চালান তারা কিন্তু তাদের৪ ওপর ভরসা করা যায় না। তিনি সরাসরি স্থানীয় নেতাদের উপর বিশ্বাস না রাখার বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘তৃণমূল কংগ্রেসের লোকাল কোন নেতাকে যদি আপনার বিশ্বাস না হয়, করবেন না বিশ্বাস৷

 

 

 

AA 4

 

যদি মনে করেন কারও সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না, বনিবনা করবেন না৷ ছোট লোকাল নেতাকে দিয়ে দল চলে না৷ আমরা চালা দল৷ বড় দল৷ এই দল অন্যায় কিছু করতে দেবে না৷ আর যদি কেউ কিছু করে, আমরা অ্যাকশন নিই৷ এটা মনে রাখবেন, আমরা অ্যাকশন নেওয়া ছাড়া কথা বলি না৷ আমি মনে করি, মানুষের কাজ করতে গেলে মানুষকে ভালবাসতে হবে৷ মানুষের পাশে দাঁড়াতে হবে৷ সব মানুষকে আপন করে নিতে হবে।“ তিনি নিজেই জানান দলের লোকদের আর ভরসা করা হবে না। এর আগে অনেক বার দলের নেতাদের খারাপ কাজে লিপ্ত হোয়ার কারনেই কি তিনি এরকম বললেন নাকি অন্য কারন সেই নিয়ে দেখা দিচ্ছে একাধিক প্রশ্ন।

আবার মমতা বন্দ্যোপাদ্ধায়ের এই মন্তব্যে অনেকের মনেই দেখা দিয়েছে সন্দেহ বিশেসত বিরোধি দলনেতাদের মধ্যে। তারা এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন কেন এরকম সিদ্ধান্ত নিলেন জননেত্রী তার কারন ই বা কি এসব নিয়ে দেখা দিয়েছে ধোয়াশা।

সম্পর্কিত খবর