বাংলাহান্ট ডেস্ক : আগের দিন বিচারব্যবস্থাকে বেশ কিছু উপদেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন সেই উপদেশকেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের টুইটার হ্যণ্ডেল থেকে টুইট করে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা (Opposition Leader)। টুইটে তিনি লেখেন, আদালতের প্রশাসনিক বিষয় বিচারপতিদের ওপরেই ছেড়ে দেওয়া উচিত।
এদিন টুইটে শুভেন্দু লেখেন, ‘আদালতের প্রশাসনিক প্রক্রিয়া কীভাবে চলবে তা মাননীয় বিচারপতিদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। প্রশাসন তা বুঝতে পারবে বলে আশা করা যায় না। প্রশাসনের বালখিল্যতা ও অজ্ঞতা বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ করার চেষ্টার প্রেক্ষিত হতে পারে না’।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা হাইকোর্টের নতুন ভবনের দ্বারোৎঘাটনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে বলেন, ‘মিডিয়া ট্রায়াল করে কাউকে যেন দোষী সাব্যস্ত করা না হয়। আসল সত্য সামনে আসুক। তা আমার বিরুদ্ধে হলেও যায় আসে না।’ সঙ্গে মমতাকে আরও বলেন, ‘বিচার কখনও একপক্ষ হয় না, বিচার সবসময় নিরপেক্ষ হয়। মানুষ যখন সবকিছুর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, তখন বিশ্বাস ফিরে আসে বিচারব্যবস্থা থেকে’।
মুখ্যমন্ত্রী যখন এই বক্তব্য রাখছেন, তখন মঞ্চে বসে আছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। দর্শকাসনে বসে রয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও।
কটাক্ষ করতে ছাড়েনি বামেরাও। তাঁদের দাবি, ভয় পেয়ে এসব বলছেন মুখ্যমন্ত্রী। বছরের পর বছর নিয়োগ হয়নি। নিয়োগের নামে দিনের পর দিন দুর্নীতি হয়েছে। সব যখন মানুষের সহ্যের সীমা ছাড়িয়েছে তখন উনি বিচারপতিদের দিকে ঘুরিয়ে আঙুল তুলছেন।