বাংলা হান্ট ডেস্ক: মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান তথা ভারতের অন্যতম ধনকুবের আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। শুধু তাই নয়, প্রায়শই বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশের পাশাপাশি নানান ভাইরাল ভিডিও শেয়ার করতেও দেখা যায় তাঁকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সোশ্যাল মিডিয়ার ওপর ভর করে তিনি সমাজের প্রান্তিক শ্রেণির মানুষদের উদ্দেশ্যেও সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর সেই কারণেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাঁর অনুরাগীর সংখ্যা।
তবে, এবার হিন্ডেনবার্গ রিপোর্টের পর আদানি গ্রুপের শেয়ারের পতনের প্রসঙ্গে নিজের মতামত সামনে এনেছেন তিনি। পাশাপাশি, আনন্দ মাহিন্দ্রা বিশ্ব মিডিয়াকে ভারতকে কোনো অংশেই কম মনে না করার পরামর্শও দেন। ইতিমধ্যেই মাহিন্দ্রা টুইট করে জানিয়েছেন, “বিশ্বের মিডিয়া অনুমান করছে যে, বাণিজ্য ক্ষেত্রের বর্তমান চ্যালেঞ্জগুলি গ্লোবাল অর্থনৈতিক শক্তি হওয়ার ক্ষেত্রে ভারতের উচ্চাকাঙ্ক্ষাকে ব্যর্থ করবে কি না। আমি বহুবার ভূমিকম্প, খরা, মন্দা, যুদ্ধ এবং সন্ত্রাসবাদী হামলা দেখেছি। আমি শুধু বলতে চাই ভারতকে কখনোই কম মনে করবেন না।”
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ২৪ জানুয়ারি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকে, আদানি গ্রুপের শেয়ারগুলিতে তীব্র পতন পরিলক্ষিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে সম্মিলিতভাবে ৫০ শতাংশেরও বেশি পতন হয়েছে। যার জেরে এখনও পর্যন্ত ১০ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে আদানি গ্রুপের।
এদিকে, হিন্ডেনবার্গ তার রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ করেছে। ওই রিপোর্টে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, আদানি গ্রুপ বেশ কয়েক বছর ধরেই স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টিং জালিয়াতিতে জড়িত রয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি প্রশ্নও ছুঁড়ে দেওয়া হয় আদানি গ্রূপের দিকে।
Global media is speculating whether current challenges in the business sector will trip India’s ambitions to be a global economic force. I’ve lived long enough to see us face earthquakes, droughts, recessions, wars, terror attacks. All I will say is: never, ever bet against India
— anand mahindra (@anandmahindra) February 4, 2023
যদিও, পরে হিন্ডেনবার্গের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেয় আদানি গ্রুপ। সংস্থার তরফে ৪১৩ পৃষ্ঠার উত্তরে হিন্ডেনবার্গের করা অভিযোগগুলিকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করা হয়। পাশাপাশি, আদানি গ্রূপ জানায় যে, এই অভিযোগগুলি ভারত এবং সেখানে স্থিত কোম্পানি ও দেশের উন্নয়নের উপর পরিকল্পিত আক্রমণ। যদিও, তারপরেও ক্রমাগত কমতে থাকে আদানি গ্রূপের অন্তর্গত কোম্পানিগুলির শেয়ারের দাম। এমনকি, গত শুক্রবার আদানি এন্টারপ্রাইজেসের শেয়ারে ৩৫ শতাংশ পতন ঘটে।