তিন মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্স বনাঞ্চল

বাংলা হান্ট ডেস্ক: আজ থেকে আগামী তিন মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের বনাঞ্চল।তবে হতাশ হওয়ার কিছু নেই।পর্যটকদের কথা মাথায় রেখে খোলা থাকবে বন উন্নয়ন কমিটি পরিচালিত পর্যটক আবাসগুলি। তিন মাস প্রবেশ করা যাবে না গভীর জঙ্গলে, কিন্তু চাইলেই বাইরে থেকে বর্ষার জঙ্গল উপভোগ করতে পারবেন পর্যটকরা।
ffb23 images 23 1
হাতির পিঠে বেড়ানোর সুযোগ পাওয়া যাবে কালিপুর ধূপঝড়া ঘুরতে এলেই। গভীর জঙ্গলে বন্যপ্রাণীদের প্রজন্মের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন।

তিনি আরো জানান বন্যপ্রাণী অধ্যুষিত জঙ্গলের বাইরে ও সরকারিভাবে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে যারা বর্ষার জঙ্গল দেখতে পছন্দ করেন তাদের জন্য মূলত এই ব্যবস্থা।

সম্পর্কিত খবর