কাজ নেই বাংলায়, পেটের দায়ে গিয়েছিলেন গুজরাট! ফেরার পথে নিখোঁজ যুবক, ১ মাস ধরে অপেক্ষায় স্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : কাজের জন্য বাংলার যুবক গিয়েছিলেন গুজরাটে। কাজ থেকে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়ে গেলেন চা বাগানের যুবক। কাজ নেই চা বাগানে। তাই বাংলার যুবক কাজের সন্ধানে পারি দিয়েছিলেন গুজরাট। একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ পেয়েছিলেন সেখানে।

বছরখানেক পর ছুটি পেয়ে ট্রেনে করে বরোদা থেকে ফিরছিলেন বাড়ি। বাড়ি ফেরার পথে ট্রেন থেকেই নিরুদ্দেশ হয়ে যান এই যুবক। নিখোঁজ যুবকের পরিবার দাবি করেছে, বাড়ি ফেরার পথে মাঝপথেই তাদের বাড়ির ছেলে নিরুদ্দেশ হয়ে গেছে। এই ঘটনার পর প্রায় মাসখানেক ধরে পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেন যুবককে।

আরোও পড়ুন : উন্নত হবে বন্দে ভারতের প্রযুক্তি, লাইনে নামবে আরও অমৃত ভারত! বাজেটে কপাল খুলতে চলেছে রেলের

সন্ধান না পেয়ে যুবকের স্ত্রী ও দিদি মাল থানার দ্বারস্থ হয়েছেন। ডুয়ার্সের মাল ব্লকের কুমলাই চা বাগানের বাসিন্দা পুনম ওঁরাও থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। থানা সূত্রে খবর, কাজের জন্য গুজরাটের সুরাটে গিয়েছিলেন পুনম ওঁরাওয়ের স্বামী বান্দে ওঁরাও। সেখানে একটি বেসরকারি সংস্থায় বান্দে ওঁরাও কাজ পেয়েছিলেন।

আরোও পড়ুন : অপ্রতিরোধ্য হবে বন্দে ভারতের গতি! হাওড়া-NJP রুটে এবার নয়া বন্দোবস্ত, আপডেট দিল রেল

কবিগুরু এক্সপ্রেসে চেপে গত ২৯শে ডিসেম্বর ওই যুবক বাড়ি ফিরছিলেন। উড়িষ্যার চক্রধরপুর স্টেশনের জিআরপি এর পক্ষ থেকে গত ৬ জানুয়ারি পরিবারের লোকেদের জানানো হয় যে ট্রেন থেকে বান্দে ওঁরাও এর ব্যাগ পত্র পাওয়া গেছে। তবে সন্ধান মেলেনি বান্দে ওঁরাওয়ের। তারপর নিখোঁজ যুবকের স্ত্রী পুনম চক্রধরপুর স্টেশনে গিয়ে স্বামীর ব্যাগ পত্র উদ্ধার করেন।

img 20240130 184917

রীতিমতো তোলপাড় শুরু হয় গোটা এলাকায়। বরোদা স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে জানা যায় যে টিকিট কেটে ট্রেনে উঠেছিলেন তার স্বামী। তবে তন্নতন্ন করে সন্ধান করেও খোঁজ মেলেনি যুবকের।পুনম ওঁরাও বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস কেউ আমার স্বামীকে অপহরণ করেছে। পুলিসকে জানিয়েছি, খুঁজে বের করার জন্য আবেদন করেছি’।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর