বিলাসবহুল ক্রুজ তো ছিলই! এবার দিঘায় মিলবে এই ‘বিশেষ’ ব্যবস্থা, আনন্দে আত্মহারা পর্যটকরা

বাংলাহান্ট ডেস্ক : দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে কিছুদিনের মধ্যেই দিঘায় চালু হতে চলেছে সুসজ্জিত প্রমোদতরী। পর্যটকদের মনোরঞ্জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নতুন নতুন উদ্যোগ। এবার বিলাসবহুল ক্রুজ পরিষেবার সাথে সুসজ্জিত ডবল ডেকার বাস পরিষেবা শুরুর কথা ভাবা হচ্ছে দিঘায় (Digha)।

ডবল ডেকার বাস পরিষেবা দিঘায় (Digha)

জানা গেছে, পিপিপি মডেলে পর্যটকদের হোটেল থেকে প্রমোদতরী পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চালু হতে পারে এই ডবল ডেকার বাস (Double Decker Bus)। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এই ব্যাপারে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এখনো। তবে এই বাস পরিষেবা যে সংস্থা শুরু করতে পারে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত দিঘার (Digha) রাস্তায় এই বাস নামানো হয়েছে ট্রায়াল রানের জন্য।

   

আরোও পড়ুন : হাসিনাকে হটানো থেকে কোটা আন্দোলন, নেপথ্যে একটাই নাম নাহিদ ইসলাম! কে এই তরুণ তুর্কী?

ট্রায়াল রান (Trial Run) সফল হলে সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর দিঘার উন্নয়নে বিশেষ জোর দিয়েছে। পর্যটকদের আরো আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন পার্ক, চকচকে রাস্তা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি করা হচ্ছে নয়া জগন্নাথ মন্দির। পর্যটকদের মনোরঞ্জনের জন্য বিলাসবহুল প্রমোদতরীর পরিষেবাও শুরু হবে কয়েক মাসের মধ্যে।

আরোও পড়ুন : ফাঁস হল আসল সত্য! হাসিনার পতনের নেপথ্যে ‘এই’ ২ দেশের ষড়যন্ত্র! প্রকাশ্যে এল ভয় ধরানো আপডেট

এবার দিঘার (Digha) মুকুটে নয়া পালক যোগ করতে পারে ডবল ডেকার বাস। শঙ্করপুর মৎস্য বন্দরের সন্নিকটে নায়েকালী মন্দির চত্বরে নির্মাণ করা হয়েছে জেটি। এখান থেকেই পর্যটকেরা উঠতে পারবেন প্রমোদতরীতে। এমভি নিবেদিতা নামের এসি প্রমোদতরীর সাজসজ্জার কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে।

IMG 20240806 193509

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)- এর এই প্রমোদতরীর পরিষেবা এখনো শুরু করা যায়নি কিছু বিশেষ কারণের জন্য। জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনই প্রমোদতরীর পরিষেবা শুরু করা হচ্ছে না। তবে দিঘার রাস্তায় ট্রায়াল রান দিতে শুরু করেছে সুসজ্জিত নতুন ডবল ডেকার বাস। এবার সরকারের তরফ থেকে সবুজ সংকেত মিললেই শুরু হবে পরিষেবা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর