কনফার্ম খবর! এবার শহরে চলবে ডবল ডেকার মেট্রো! কবে মিলবে পরিষেবা? প্রকাশ্যে বড় আপডেট

বাংলাহান্ট ডেস্ক : মেট্রো (Metro) পরিষেবার হাত ধরে ভারতের অধিকাংশ শহরের গণপরিবহন মাধ্যম স্পর্শ করেছে এক নয়া মাইল ফলক। মুহূর্তে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শহুরে যাত্রীদের প্রথম পছন্দ মেট্রো ব্যবস্থা। ভারতীয় রেল (Indian Railways) কর্তৃপক্ষ দেশের বিভিন্ন শহরে মেট্রো (Metro) সম্প্রসারণের কাজ চালাচ্ছে তৎপরতার সাথে।

শহরে আসছে নতুন মেট্রো (Metro)

তবে সূত্রের খবর, এবার গণপরিবহনের সংজ্ঞা পাল্টে দিয়ে ট্র্যাকে নামতে চলেছে ডবল ডেকার মেট্রো (Double Decker Metro)। একটা সময় ছিল যখন শহর কলকাতার রাজপথে দেখা মিলত ডবল ডেকার বাসের। তবে আজ সেসব অতীত। এবার আগামী দিনে শহরের মেট্রো যাত্রীরা পেতে চলেছেন ডবল ডেকার মেট্রো। সূত্রের খবর, ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে ডবল ডেকার মেট্রো সংক্রান্ত প্রস্তাব।

আরও পড়ুন : দুই শিশুশিল্পীই জমিয়ে দিচ্ছে সিরিয়াল, শুটের ফাঁকে ‘দুগ্গামণি’র হাত ধরে “গুরুগম্ভীর” আলোচনা ফুগলার

ডবল ডেকার মেট্রো চালানোর উদ্দেশ্যে শুরু হয়ে গিয়েছে প্রাথমিক কাজও। জানা যাচ্ছে, চেন্নাইয়ে ২০২৬ সালের জুলাই মাসের মধ্যেই শুরু হয়ে যাবে শহরের দ্বিতীয় পর্যায়ের মেট্রো প্রকল্পে ডবল ডেকার মেট্রোর চলাচল। দ্বিতীয় পর্যায়ের মেট্রো প্রকল্পে সমস্ত লাইনের কাজ সম্পন্ন হওয়ার পর একসাথে চারটি ট্রেন চলাচল করবে এই ডবল-ডেকার সেকশনে। চেন্নাই মেট্রোরেল কর্তৃপক্ষ বিভিন্ন রুটে নির্মাণ করছে মেট্রো রেল পথ।

Double decker metro update

ডবল ডেকার মেট্রো চালানোর উদ্দেশ্যে নির্মাণ করা হবে দ্বিতল মেট্রো সেতু। সূত্রের খবর, ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে ৭০% স্তম্ভ নির্মাণের কাজ। চেন্নাই শহরে দ্বিতীয় পর্যায়ের মেট্রো প্রকল্পের ১১৮.৯ কিলোমিটার দীর্ঘ অংশ তৈরিতে খরচ করা হচ্ছে ৬৩,২৪৬ কোটি টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জুলাই মাসের মধ্যেই ডবল ডেকার মেট্রো চড়ার অনন্য অভিজ্ঞতা পেতে চলেছেন চেন্নাইবাসী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর