আরও সহজ হবে যান চলাচল! কলকাতায় এবার চালু হচ্ছে দোতলা আন্ডারপাস

বাংলা হান্ট ডেস্ক: শহরের বুকে যান চলাচলকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে এবার শীঘ্রই চালু হতে চলেছে কলকাতার প্রথম মাল্টি-টায়ার আন্ডারপাস (Kolkata Underpass)। মূলত, নিউ টাউনে স্থিত বিশ্ব বাংলা গেটের কাছে এই আন্ডারপাসটি এবার চালু হতে চলেছে। এমতাবস্থায়, এই আন্ডারপাসকেই কলকাতার প্রথম ভূগর্ভস্থ গাড়ির টানেল হিসেবে অভিহিত করা যেতে পারে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২২ সালের জুলাই মাসে এই আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হয়। এমতাবস্থায়, বর্তমানে এটি আংশিকভাবে চালু করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আন্ডারপাসটি নিউটাউন-এয়ারপোর্ট আন্ডারপাস প্রকল্পের প্রথম ধাপ মাত্র। এমন পরিস্থিতিতে এটির মাধ্যমে নিউটাউন, রাজারহাট ও বিমানবন্দর থেকে আগত যানগুলির চলাচল আরও সহজ হবে।

পাশাপাশি, চলতি মাসেই চালু হয়ে যাবে আন্ডারপাসটি। এদিকে, এয়ারপোর্টের যান চলাচল সুষ্ঠু করতে এই আন্ডারপাসের মাধ্যমে ট্রাফিককেও বিভক্ত করে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রায় ৭ মিটার চওড়া এবং ৩২০ মিটার দীর্ঘ এই আন্ডারপাসে মোট চারটি লেন থাকবে। পাশাপাশি, এই আন্ডারপাসটি তৈরি করতে প্রায় ৬৮ কোটি টাকা খরচ হয়েছে বলেও জানা গিয়েছে।

এদিকে, এটির মাধ্যমে বিশ্ববাংলা গেটের ঠিক নিচ দিয়ে বিশ্ববাংলা সরণি পার করা যাবে। আন্ডারপাসের উপরের স্তরটি সল্টলেক এবং করুণাময়ীর দিক থেকে সরাসরি নজরুল তীর্থ এবং ইউনিটেকের দিক থেকে আসা গাড়ি এবং দু-চাকার বাইকের জন্য রাখা হয়েছে। এছাড়া, দ্বিতীয় স্তরটি প্রথম স্তরের ঠিক ৮ মিটার নিচে তৈরি করা হয়েছে। যেটি শুধুমাত্র পথচারীরা ব্যবহার করতে পারবেন।

1673128293 new project 1

এর মানে হল, চার চাকার গাড়ি ও হালকা মোটর যান সমেত দুই চাকার মোটরসাইকেল প্রথম স্তর দিয়ে নিচের দিকে নেমে যাবে। পাশাপাশি, দ্বিতীয় স্তরের আন্ডারপাসটি দিয়ে যাত্রীরা সহজেই পারাপার করতে পারবেন। অন্যদিকে, প্রধান সড়কটি বরাদ্দ থাকছে বাস ও ট্রাকের মতো ভারী যানবাহনগুলি চলাচলের জন্য।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর