মস্কো সফরে অজিত ডোভাল! পুতিনের সঙ্গে করলেন বড় প্ল্যান! রুশ-ভারত সম্পর্ক নিয়ে চিন্তায় শত্রুরা

বাংলা হান্ট ডেস্ক : রাশিয়ার সফরে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (National Security Advisor Ajit Doval) ৷ বৃহস্পতিবার গভীর রাতে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এই কথা জানানো হয়৷ রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ভারত ও রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্বের (India-Russia Strategic Partnership) প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন ডোভাল৷

এছাড়া তিনি রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গেও বৈঠক করেন বলে জানা যাচ্ছে৷ সেখানে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
বিদেশমন্ত্রকের (MEA) তরফে জানানো হয়েছে, ডোভাল রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের সঙ্গেও দেখা করেন ৷ তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে । বুধবার আফগানিস্তান নিয়ে নিরাপত্তা পরিষদ বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অথবা সচিবদের পঞ্চম বহুপাক্ষিক বৈঠকে অংশ নেন ডোভাল । আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে আলোচনায় ডোভাল (NSA Doval) জানিয়েছেন, ওই দেশের ভূখণ্ড আঞ্চলিক বা বিশ্বব্যাপী মৌলবাদ ও সন্ত্রাসবাদের উৎস যেন না হয়ে ওঠে ৷ তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপেরও উপরও জোর দিতে বলেন তিনি ৷

agnipath ajit doval

বিদেশমন্ত্রকের তরফ থেকে আরও জানানো হয়, ডোভাল রাষ্ট্রসংঘের (UN) নিরাপত্তা পরিষদের রেজোলিউশন 1267 এর অধীনে মনোনীত সন্ত্রাসবাদী সংগঠনগুলির মোকাবিলা করার জন্য বুদ্ধিমত্তা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন। তিনি আরও বলেন আফগান জনগণের মঙ্গল ও মানবিক চাহিদা ভারতের কাছে অগ্রাধিকার পায় ৷

ক্রেমলিনের তরফ থেকে বলা হয়, রাষ্ট্রপতি পুতিন আফগানিস্তান নিয়ে বহুপাক্ষিক আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন । ক্রেমলিনের জানিয়েছে পুতিন বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতিকে ব্যবহার করে আঞ্চলিক বাহিনীগুলির শক্তিবৃদ্ধির যে চেষ্টা হচ্ছে, তা নিয়েও আমরা যথেষ্ট চিন্তিত।’

পুতিন আরও দাবি করেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলার অজুহাতে দেশগুলো শক্তিবৃদ্ধিতে সাহায্য করবে ৷ কিন্তু তারা এমন কিছু করছে না, যা আসলেই সন্ত্রাসবাদ বিরোধিতায় প্রয়োজনীয়। অবশ্যই, আফগানিস্তানে পরিস্থিতির উন্নতি হচ্ছে না এবং আমরা এটি স্পষ্ট ভাবেই দেখতে পাচ্ছি।’


Sudipto

সম্পর্কিত খবর