বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌরভ গাঙ্গুলির বাড়িতে গতকাল নৈশভোজ সেরেছেন বিজেপি নেতা অমিত শাহ। তার সঙ্গে উপস্থিত ছিল বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বও। এবার সেই নিয়ে সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস। ৬ই মে রাত্রিবেলা ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
অরিন্দমবাবু সৌরভকে উদ্দেশ্য করে নিজের একাউন্ট থেকে চড়া সুরে লিখেছেন, , “তেলা মাথায় তেল দেবেন না। যিনি সাধারণ মানুষকে অভুক্ত রেখে নিজের ওজন বাড়ান সেই মন্ত্রীকে নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়াচ্ছেন! যদি সম্ভব নয় তাহলে একদিন সব অনাথ ছেলে মেয়েদের নিজের বাড়িতে ডেকে খাওয়ান।”
তিনি যে নাম না করলেও সৌরভ গাঙ্গুলিকে উদ্দেশ্য করেই এই পোস্ট করেছেন তা সরাসরি স্বীকারও করেছেন অরিন্দম। তিনি জানিয়েছেন যে চোখের সামনে একটি মৃত্যু দেখে এসে যে ভুরিভোজ করতে পারে তার মানসিকতা নিয়ে মন্তব্য করার প্রয়োজন মনে করেন না তিনেক আর। সৌরভ বাঙালিদের কাছে একজন আইকন হলেও তিনি বাঙালিদের জন্য কিছুই করেননি বলে মনে করেন অরিন্দম। তারপরে অমিত শাহ-কে ডেকে খাওয়ানোর খবরে আরও ক্ষুব্ধ তিনি।
অমিত শাহ তার বাড়িতে খেতে যাবে শুনেই রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও অমিত শাহ তার বাড়িতে খেতে যাওয়া নিয়ে বিতর্কের বিষয়ে প্রশ্ন করা হলে সৌরভ বলেছেন ”বহু কথাই রটে। কিন্তু তার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। প্রায় ১৪ বছর ধরে উনাকে চিনি আমি। খেলার সময়ও পরিচয় ছিল। কিন্তু সেইসময় আমি বাইরে বাইরে থাকায় খুব একটা দেখা-সাক্ষাৎ হতো না। এইটুকুই ব্যাপার।”