বড় সিদ্ধান্ত সরকারের! চিনের সমস্ত কিট ফেরত পাঠাবে ভারত

বাংলা হান্ট ডেস্কঃ চিনের (China) তরফ থেকে ভারতে (India) পাঠানো খারাপ অ্যান্টিবডি টেস্ট কিট নিয়ে কেন্দ্র সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী ডঃ হর্ষবর্ধন জানিয়েছেন যে, যেসব দেশ খারাপ কিট পাঠিয়েছে তাদের পাঠিয়ে দেওয়া হবে। দেশগুলোর মধ্যে চিনের নাম সবার আগে আছে। ওই কিট গুলোকে করোনার পরীক্ষার জন্য চাওয়া হয়েছিল, কিন্তু ওই কিট গুলো ত্রুটিপূর্ণ এই কারণে সেগুলোকে পাঠিয়ে দেওয়া হবে। উনি জানান, এই কিট গুলোর জন্য এখনো টাকা দেওয়া হয়নি। এই কিট গুলো নিয়ে অনেক রাজ্য থেকে অভিযোগ এসেছে।

স্বাস্থ মন্ত্রী আর স্বাস্থ প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্যের স্বাস্থমন্ত্রীদের সাথে কথা বলেন। সেখানে উনি বলেন, সমস্ত ত্রুটিপূর্ণ অ্যান্টিবডি কিট ফেরত দিয়ে দেওয়া হবে। সেগুলো যেই দেশ থেকেই কেনা হোক না কে, সেগুলোকে ফেরত দিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। উনি এও জানান যে, এখনো পর্যন্ত এই কিটের জন্য টাকা দেওয়া হয়নি।

রাজ্যের স্বাস্থমন্ত্রীদের কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যখন দরকার পড়বে তখন আপানদের সাহায্যের জন্য আমাদের বরিষ্ঠ আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হবে। তাদের নজরদারি চালানোর জন্য পাঠানো হবেনা। তাঁরা আপনাদের হাত ধরা আর আপনাদের সহযোগিতার জন্যই যাবে।”

গোটা দেশেই চিনের কোম্পানি গুলোর কিট নিয়ে প্রশ্ন উঠেছে, চিনের কিট গুলোকে ইউরোপ আগেই ব্যান করে দিয়েছে। কিট গুলো ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ইউরোপের দেশ গুলো ২০ লক্ষ কিট চিনকে ফেরত পাঠিয়ে দিয়েছে। অভিযোগ, চিন সেই কিট গুলোই মাস খানেক পর ভারতে পাঠিয়ে দেয়। প্রাথমিক তদন্তে সন্তোষজনক ফল আসলেও, রাজ্যে পাঠানোর পর সেখান থেকে ওই কিট নিয়ে প্রশ্ন ওঠে আর এরপরই কিটের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর