বাংলাহান্ট ডেস্ক : সালটা ২০২০। বড় পর্দায় মুক্তি পেয়েছিল অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) এবং মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অভিনীত সাইকো থ্রিলার সিনেমা ‘ড্রাকুলা স্যর’ (Dracula Sir) । বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল এই ছবি আর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে প্রতীম দাশগুপ্ত পরিচালিত ‘টুথ পরী: ওয়েন লাভ বাইটস’ (Tooth Pari: When Love Bites)। মুখ্য চরিত্রে দেখা যাবে শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari) এবং তানিয়া মানিকতলাকে (Tanya Maniktala)।
হয়ত ভাবছেন ‘ড্রাকুলা স্যর’ এবং ‘টুথ পরী: ওয়েন লাভ বাইটস’ ছবি দুটির মধ্যে মিল কোথায়? আসলে এই ছবিতে অভিনেত্রী তথা পর্দার রুমি ধরা দেবেন ড্রাকুলার চরিত্রে। খুব শীঘ্রই নেটফ্লিক্স অরিজিনালে মুক্তি পাবে এই সিরিজ। আর তার আগেই প্রকাশ্যে এল এই সিরিজের ট্রেলার।
আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শান্তুনু। আসন্ন ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে দন্ত চিকিৎসকের ভূমিকায়। পর্দায় তাঁর নাম রয়। গল্প অনুযায়ী তাঁর কাছে দাঁতের চিকিৎসা করতে আসবেন রুমি। প্রথম দেখাতেই তাঁকে মন দিয়ে বসবেন রয়।
তবে জানা যাচ্ছে, রুমি যতটা সুন্দরী ঠিক ততটাই ভয়ঙ্কর। কারণ এই সিরিজে তাঁকে দেখা যাবে রক্তচোষা ড্রাকুলার চরিত্রে। যদিও সেই ভয়কে পেছনে ফেলেই রুমিকে ভালোবাসবে রয়। আর এতেই ঘটবে বড়সড় বিপদ। চলতি মাসের ২০ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘টুথ পরী: ওয়েন লাভ বাইটস’।
পরিচালক প্রতীম দাশগুপ্তর হাত ধরে আগেই মুক্তি পেয়েছে ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’ , ‘সাহেব বিবি গোলাম’। আর এবার তিনি হাজির হচ্ছেন ওয়েব সিরিজ নিয়ে। শান্তুনু, তানিয়া ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী-পরিচালক রেবতী, সিকন্দর খের, শাশ্বত চট্টোপাধ্যায়, তিলোত্তমা সোম, আদিল হুসেন সহ বহু তারকাদের।