বাংলা হান্ট ডেস্ক : সিনেমার পর্দায় সে ভাবে রাখি সবন্তকে না দেখা গেলেও বিতর্কের জন্য সংবাদের শিরোনামে রোজ দিন থাকাটা তাঁর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে৷ কখনও গোপনাঙ্গে তালা ঝুলিয়ে আবার কখনও মিথ্যা বিয়ের খবর কার্ড সহ সামাজিক মাধ্যমে পোস্ট করেই কিংবা কখনও ধর্ষণ নিয়ে মন্তব্য করে পেজ থ্রি থেকে সংবাদের শিরোনামে ঝড় তোলেন বলিউডের ড্রামা কুইন রাখি সবন্ত৷ বিয়ের পর স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেছিলেন এবার আবারও বিস্ফোরক ড্রামা কুইন৷
জানু আই অ্যাম প্রেগনেন্ট- সামাজিক মাধ্যমে এই ক্যাপশন দিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনিই৷ যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বি টাউন থেকে সোশ্যাল মিডিয়ায়৷ কয়েক দিন আগেই রিতেশ নামে এক ব্যক্তির সঙ্গে রাখি সবন্ত বিয়ে করেন সেই খবরও প্রকাশ্যে এসেছিলেন যদিও নিতান্তই ঘরোয়া ভাবে বিয়ের অনুষ্ঠান সেরেছেন৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে কর্মরত রীতেশ এর সঙ্গে বিয়ের পর জমিয়ে সংসার করার ছবিও শেয়ার করেছিলেন রাখি এর পর ভিডিওতে জানালেন তিনি নাকি গর্ভবতী৷
যদিও আসলে সত্যিই? না কি নিতান্তই মজার ছলে পোস্ট করেছেন? তা নিয়ে যদিও কারও মাথাব্যথা নেই৷ কারণ ভিডিও দেখে অনেকেই মনে করছেন এ আবার রাখির নতুন নাটক হতে পারে৷ কারণ যেভাবে এর আগে দীপক কালালের সঙ্গে বিয়ের কার্ড পোস্ট করেছিলেন তার পর থেকে রাখি সবন্তের প্রতিটি কথা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না৷ তাই তো অনেকেই বলছেন রাখি এখন অতি নাটকীয় তার রানি হয়ে উঠেছেন৷