বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) পরাজিত করে বিপুল পরিমাণ ভোটে জয়লাভের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। অবশেষে এদিন ভারতের (India) ১৫ তম রাষ্ট্রপতি (President) হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। দেশের প্রথম আদিবাসী মহিলা এবং প্রতিভা পাটিলের পর দ্বিতীয় মহিলা হিসেবে এদিন শপথ বাক্য পাঠ করেন দ্রৌপদীদেবী। নিয়ম অনুসারে সংসদের সেন্ট্রাল হলে অনুষ্ঠান চলাকালীন দেশের সর্বপ্রথম নাগরিককে শপথ বাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা (NV Ramana)। উল্লেখ্য, এদিন শপথ নেওয়ার পরেই গোটা সংসদ জুড়ে স্লোগান ওঠে, ‘ভারত মাতা কি জয়’।
সম্প্রতি, রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে হারিয়ে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেন দ্রৌপদী মুর্মু। রেকর্ড পরিমাণ ভোট পেয়ে দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে এদিন শপথ নিলেন তিনি। তবে শপথ নেওয়ার আগেই রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান দেশের নতুন রাষ্ট্রপতি। এরপরেই প্রাক্তন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং তাঁর স্ত্রীয়ের সঙ্গে দেখা করে সংসদে আসেন দ্রৌপদীদেবী। শপথ গ্রহণের অনুষ্ঠানের পরবর্তী সময়ে ২১ বার বন্দুকের তোপ দিয়ে সম্মান প্রদান করা হবে দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে।
উল্লেখ্য, এদিন শপথ গ্রহণের অনুষ্ঠানে সস্ত্রীক রামনাথ কোবিন্দ সহ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও উপস্থিত হন। প্রসঙ্গত, শপথ গ্রহণের অনুষ্ঠানে দ্রৌপদী মুর্মুর পরিহিত শাড়ি সম্পর্কে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হওয়ার কারণে জল্পনা উড়তে শুরু করে যে, দ্রৌপদীদেবী সম্ভবত সনাতনী সাঁওতালি শাড়ি পড়েই শপথ নিতে পারেন।
এ প্রসঙ্গে তাঁর ভাতৃজায়া সুকরি টুডু জানান, “আমি দিদির জন্য সনাতন সাঁওতালি শাড়ি নিয়ে এসেছি। তবে শেষপর্যন্ত ও এই শাড়িটা পড়বে কিনা, সে বিষয়ে জানি না।” পরবর্তীতে অবশ্য এদিন রাষ্ট্রপতি ভবনের সিদ্ধান্ত অনুযায়ী সাঁওতালির পরিবর্তে তেরঙ্গা শাড়িতেই সংসদে এসে উপস্থিত হন দ্রৌপদী মুর্মু।