কানপুরের গ্রাউন্ড স্টাফদের ৩৫,০০০ টাকা উপহার দিলেন রাহুল দ্রাবিড়, জেনে নিন কারণ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের নবনিযুক্ত প্রধান কোচ রাহুল দ্রাবিড় কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে তৈরি পিচ নিয়ে খুশি। ম্যাচটি শেষপর্যন্ত অমীমাংসিত ভাবে শেষ হয়। ভারতের ২৮৪ রানের লক্ষ্য তাড়া করে নিউজিল্যান্ড শেষ দিনে ব্যাটিং করে ম্যাচটি বাঁচাতে সক্ষম হয়। এরপর কোচ দ্রাবিড় গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফকে ৩৫ হাজার টাকা উপকার দেন।

গ্রিন পার্ক স্টেডিয়ামে গ্রাউন্ড স্টাফদের দলকে নেতৃত্ব দিচ্ছিলেন শিব কুমার। স্পোর্টিং পিচ অর্থাৎ ব্যাটিং বোলিং দুই তরফেই ভারসাম্যপূর্ণ পিচ তৈরি করতে দ্রাবিড় শিবের হাতে ৩৫ হাজার টাকা তুলে দেন। ম্যাচের পর উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) নিজেই এই তথ্য জানিয়েছে আজ সন্ধ্যায়। ফাস্ট বোলাররা এই পিচে ১৬ উইকেট নিয়েছেন। উল্টো দিকে স্পিনাররাও নিয়েছেন ২০ উইকেট।

rahul dravid a 1

কিন্তু ম্যাচ শেষ দিন পর্যন্ত পৌঁছয় তখন উভয় দলের ব্যাটসম্যানদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় ব্যাটিং করা। দ্রাবিড় নিজের সময়েও একজন ভদ্র ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন। এত বছর পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। দ্রাবিড় গ্রাউন্ড স্টাফদের প্রশংসা করেছেন কারণ বর্তমানে, অনেক বিদেশী দল নিজেদের সুবিধার জন্য তাদের নিজস্ব পিচ প্রস্তুত করে এবং তিন দিনের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি

কানপুরের পিচটা ভালো ছিল। একটি ভালো দলকে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পিচে খেলতে হয়। অস্ট্রেলিয়ায় বাউন্স, ইংল্যান্ডে সুইং। ভারতে স্পিন ও কম বাউন্সের চ্যালেঞ্জ রয়েছে। কানপুর টেস্টে, পিচ পাঁচ দিনেই সমানভাবে খেলেছিল এবং উভয় দলেরই জয়ের সুযোগ ছিল। বিশ্বের সেরা দল বলতে হলে একটি দলকে প্রতিটি কন্ডিশনে ভালো খেলতে হবে, সেটা খুব ভালোই জানেন দ্রাবিড়।


Reetabrata Deb

সম্পর্কিত খবর